Viral Video: ক্যান্সারের সঙ্গে জারি কঠিন লড়াই, ভাইকে কাছে পেয়েই জড়িয়ে অঝোর কান্না বোনের!

ভাই-বোনের আবেগঘন পুনর্মিলনের ভিডিও আপনার চোখে এনে দেবে।

ভাই-বোনের আবেগঘন পুনর্মিলনের ভিডিও আপনার চোখে এনে দেবে।

author-image
IE Bangla Web Desk
New Update
girl battling cancer reunites with older siblings"," girl with cancer reunites with siblings viral video"," girl cancer older brother sister hugs video

ভাই-বোনের আবেগঘন পুনর্মিলনের ভিডিও আপনার চোখে এনে দেবে।

ক্যান্সারের সঙ্গে লড়াই করা মেয়েটি ২ সপ্তাহ পর ভাইকে চোখের সামনে দেখে নিজেকে আটকাতে পারে না। ছুটে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। এমনই এক আবেগঘন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

ভিডিওটি দেখে লাখ মানুষের চোখে জল এনেছে। সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি। প্রতিদিন হাজারো ভিডিও'র ভিড়ে কিছু কিছু ভিডিও আমাদের মন ছুঁয়ে যায়। এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে আবেগে ভেসে গিয়েছেন মানুষজন।

ভিডিওতে দেখা যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত একরত্তি মেয়ে, প্রায় ২ সপ্তাহ পরে নিজের ভাইকে দেখে আবেগ প্রবণ হয়ে পড়ে। ভাই-বোনের এই মিলিত হওয়ার দৃশ্য নাড়িয়ে দিয়েছে সকলকে। ভিডিওটি ২৮ এপ্রিল গুড নিউজ মুভমেন্ট তার ইন্সটাগ্রামে শেয়ার করেছে। শেয়ার করা মাত্রই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভাই-বোনের আবেগঘন পুনর্মিলনের ভিডিও আপনার চোখে এনে দেবে।

ভিডিওটিতে দেখানো হয়েছে যে মেয়েটি তার ভাই ও বোনের সন্ধানে হাসপাতালের করিডোর দিয়ে দৌড়াচ্ছে। কিছুক্ষণ পরে, একটি কাঁচের দরজার ওপারে মেয়েটি তার ভাইকে দেখে। ভাইকে এতদিন পর দেখে আনন্দে মেয়েটির চোখ জ্বলজ্বল করে ওঠে। ভিডিওর শেষে দেখা যাচ্ছে বড় ভাই তাদের ছোট্ট যোদ্ধাকে আলিঙ্গন করতে ছুটে আসে।

Advertisment

ভাইকে সামনে পেয়ে মেয়েটিও তাকে আলিঙ্গন করতে ছুটে যায়। ভিডিওটি খবর লেখার সময় পর্যন্ত ৮ মিলিয়নেরও বেশি ভিউয়ের সঙ্গে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে কমেন্ট করে একজন ইউজার লিখেছেন, 'মিষ্টি আলিঙ্গন'! অপর এক ইউজার লিখেছেন, 'ছোট্ট মেয়েটিকে সুস্থ করে তুলুন'।

viral