/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-7.jpg)
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সময়মতো স্কুলে পৌঁছানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে নদী পার করছে মেয়েটি, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন। পৃথিবী ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে। বিজ্ঞান প্রতিটি ক্ষেত্রেই এগিয়েছে, যার নমুনা আমাদের প্রতিদিনের জীবনেই দৃশ্যমান। একদিকে মানুষ পৌঁছে গেছে চাঁদ ও মঙ্গলে, অন্যদিকে আজও এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ সাধারণ সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত। এমনই একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, বাচ্চাদের স্কুলে যাওয়ারও কোন আলাদা রাস্তা নেই। এমন অবস্থায় শিশুরা জীবন বাজি রেখে স্কুলে যাচ্ছে। বিশেষ করে এই ভিডিওতে, দেখা যাচ্ছে প্রতিদিন নিয়মিত সংগ্রাম করে গ্রামের মেয়েরা মেয়েরা স্কুলে পৌঁছানোর চেষ্টা করছে। কীভাবে তারা স্কুলে পৌঁছানোর চেষ্টা করছে তা দেখলে আপনি স্তম্ভিত হয়ে যাবেন।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি মেয়েকে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে। নীচেই বইছে প্রবল খরস্রোতা নদী, এমন অবস্থায় দড়ি বেয়ে নদী পেরিয়ে স্কুল যাওয়ার চেষ্টাইয় মত্ত বালিকা। নদীতে জলের ছিল চমকে দেওয়ার মতই। সামান্য এদিক ওদিক হলেও ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। তারপরও পড়াশোনার জন্য এই ঝুঁকি নিতে প্রস্তুত এই স্কুল পড়ুয়া।
In some parts of the world, children will risk their lives just to get to school. pic.twitter.com/YmqUEvOJsP
— CCTV IDIOTS (@cctvidiots) April 23, 2023
ঘটনাটি কোথায় ঘটেছে সে সম্পর্কে কিছু জানা না গেলেও, ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে। এটি @cctvidiots নামের একটি আইডি থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। সঙ্গে লেখা আছে- ‘বিশ্বের কিছু অংশে শিশুরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়ার জন্য।'ভিডিওটি এখন পর্যন্ত ১০ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে, যখন হাজার হাজার মানুষ এটি পছন্দ করেছেন।