scorecardresearch

‘কাজরা রে’…..! সম্পূর্ণ ভিন্ন স্টাইলে নাচ, তারিফ নেটিজেনদের

নাচের সেরা স্টাইল ও তাক লাগানো দক্ষতায় সকলের মন জয় করে নিয়েছেন এই তরুণী।

viral video,trending Video,dance video, dance video, aishwarya rai, trending dance, viral dance, trending track, trending dance video, latest track, trending song, girl video, girl dance video, social media, dance reel, viral reel

ভাইরাল হওয়া ভিডিওতে ঐশ্বরিয়া রাইয়ের ‘কাজরা রে’গানে অনবদ্য নাচ তরুণীর! মানুষ এই নাচের স্টাইলেই মন জয় করলেন তিনি।  সোশ্যাল মিডিয়ায় নাচের অসংখ্য ভিডিও ভাইরাল হয়ে থাকে। তার মধ্যে খুব কম ভিডিও’ই মানুষ মনে রাখেন। নাচের সেরা স্টাইল ও তাক লাগানো দক্ষতায় সকলের মন জয় করে নিয়েছেন এই তরুণী।

ভাইরাল হওয়া ডান্স ক্লিপটিটে এক তরুণীকে জনপ্রিয় ডান্স ট্র্যাক “কাজরা রে” এ নাচতে দেখা যায়। এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হ্যাজেল নামের এক ব্যবহারকারী। ক্লিপের শুরুতে, তাকে মাটিতে তার ক্যামেরা সেট করতে দেখা যায়। তারপর গান বাজার সঙ্গে সঙ্গে নাচের ছন্দে দর্শকদের মন দুলিয়ে দেন তিনি। আপনি প্রথম কয়েক সেকেন্ডে তার নাচ কিছুটা ধীর গতিতে দেখতে পেলেও, কিছু সময় পরে মেয়েটির নাচ গতি পায় এবং সে তার উদ্যমী নাচ দিয়ে মানুষের মন জয় করতে সক্ষম হয়।

ভিডিওতে, আপনি দেখেছেন কীভাবে এই মেয়েটির স্টেপগুলি গানের প্রতিটি বিটের সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে। এই নাচের ভিডিওটি ৯ এপ্রিল শেয়ার করা হয়েছিল এবং পোস্ট হওয়ার পর থেকে এই ভিডিওটি দুই লাখেরও বেশি ভিউ পেয়েছে, যেখানে লাইক করেছেন প্রায় ৪০ হাজারের বেশি ইউজার।  

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Girl dancing on aishwarya rai song kajra re viral video