প্রাণের ঝুঁকি নিয়েই বাসে চড়ার মরিয়া চেষ্টা, তরুণীর কাণ্ডে রে-রে করে উঠলো নেটজনতা

ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে।

ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে।

author-image
IE Bangla Web Desk
New Update
viral

যারা রোজ স্কুল-কলেজে অথবা অফিসে যাতায়াত করেন তারা জানেন ব্যস্ত সময়ে বাসের অবস্থা। প্রাইভেট হোক অথবা সরকারি বাস, ভিতরে তিলধারণের জায়গা থাকে না। গন্তব্যে পৌঁছাতে একেবারে চিঁড়েচ্যাপটা হতে হয় আমআদমিকে। তেমনই ভিড় বাসে ওঠা তরুণীর একটি ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।

Advertisment

ভাইরাল এই ক্লিপে দেখা যাচ্ছে ব্যস্ত সময়ে মেয়েটি বাসে ওঠার চেষ্টায় মরিয়া। দরজার সামনে প্রচুর ভিড় থাকায় অনেকেই জানালা দিয়ে বাসে ওঠার চেষ্টা করছেন। তার মধ্যে রয়েছেন তিনিও। এমন সময় বাসটি ছেড়ে দেয়। তরুণী এক লাফে বাসের জানলার লোহার রড ধরে ঝুলে জানালা পেরিয়ে বাসের ভিতরে প্রবেশ করেন। 

ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে। এই ভিডিও দেখে মানুষের চোখ একেবার ছানাবড়া হয়ে গেছে। ভিডিওটির সাথে ক্যাপশনে বলা হয়েছে, 'পরীক্ষার জন্য জীবনের ঝুঁকি নিয়ে বাসে চড়া’। কমেন্টে নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে এভাবে রাস্তার চলাফেরা না করার জন্য সবাইকে অনুরোধ’।  

viral