হাতের বদলে পা দিয়েই লক্ষ্যভেদ, তীরন্দাজ-এ বাজিমাত তরুণীর। হাত দিয়ে সে তীর ছোড়ে না। পায়ের পাতা থেকে পায়ের আঙুল সে ব্যবহার করে তির ছোঁড়ার সময়। কীভাবে এই পদ্ধতিতে তীর ছুড়তে শিখল, সেটা তিনিও জানেন না। ছোটবেলা থেকেই অ্যাক্রোবেটিক্সে দারুণ প্রতিভার অধিকারী এই তরুণি। সেরা তীরন্দাজ কী তিনিই? এ নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি যে তরুণীর যে ভিডিও ভাইরাল হয়েছে, তা দেখে সবার তাক লেগে গিয়েছে। কীভাবে সম্ভব করল এমন এক অসম্ভব কাজকে, সেটাই ভেবে পাচ্ছেন না অনেকেই।
Advertisment
সোশ্যাল মিডিয়ায় একটি মেয়ের একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে, যাতে তাকে তীর-ধনুক ছুড়তে দেখা যায়। তাও হাত দিয়ে নয়। পায়ের মাধ্যমে তীর ছুড়েছেন তিনি। সেটাও আবার তার কাঁধে ভর দিয়ে। তিরন্দাজির এই কীর্তি চমকে দিয়েছে নেটিজেনদের।
স্টেফানি মিলিংগারের স্টান্টের ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে শেয়ার করা হয়। এবার ভিডিওতে তিনি উল্টে পা দিয়ে তীর নিক্ষেপ করেছেন। স্টেফানি তার অ্যাডভেঞ্চারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ইনস্টাগ্রামে তার সাড়ে আট লাখ ফলোয়ার রয়েছে। এই ভিডিওটি ৪৭ লাখের বেশি ব্যবহারকারী লাইক করেছেন এবং প্রায় ৬৪ হাজার মানুষ মন্তব্য করেছেন।
৩০ বছর বয়সী স্টেফানি, যিনি অস্ট্রিয়ার সালজবার্গে থাকেন, তিনি একজন ক্রীড়াবিদ। ২০২০ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলেন তিনি। । স্টেফানির দখলে নয়টি বিশ্ব রেকর্ড রয়েছে।