scorecardresearch

গাড়ির কাঁচ ভেদ করে চালকের আসনে তরুণী, রুদ্ধশ্বাস স্টান্টে চোখ কপালে

গাড়িতে বসার এমন কায়দায় ভিরমি খাচ্ছেন নেটিজেনরা।

viral video, trending Video, viral new way of sitting in car, latest video of girl, trending video of girl, funny wooden video, girl doing backflips, backflip video, gymnast video, shocking video, viral reel, ninja Technique viral video

প্রতিদিন, সারা বিশ্ব থেকে একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর মধ্যে কিছু ভিডিও মানুষকে অবাক করে। আবার কিছু ভিডিও এতটাই মজার যে দর্শকরা হাসি থামাতে পারবেন না। এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরালও হয়ে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্টান্টের ভিডিওর দাপট খুবই বেশি। এমনই এক ব্যাকফ্লিপ স্টান্টের ভিডিও নেটিজেনদের অবাক করেছে। গাড়িতে বসার এমন কায়দায় ভিরমি খাচ্ছেন নেটিজেনরা।

গাড়ির দরজা না খুলেই নিজের সিটে বসে সকলকেই চমকে দিলেন এক তরুণী। গাড়িতে প্রবেশ করতে তরুণী দরজার পরিবর্তে জানালা ব্যবহার করেন। আপনি নিশ্চয়ই ভাবছেন এটা কিভাবে সম্ভব?  গাড়িতে বসার এই কৌশল দেখে আপনিও সকলের মতই ভিরমি খেতে বাধ্য।

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিওতে, দেখা যাচ্ছে রাস্তা থেকে গাড়িতে বসার জন্য ব্যাকফ্লিপ স্টান্টে গাড়ির জানলা দিয়ে গাড়ির সামনে সিটে বেশ আরামেই বসলেন এক তরুণী। জানালা দিয়ে সরাসরি তাকে গাড়ির ভিতর প্রবেশ করতে দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটিকে গাড়ির কাঁচ ভেদ করে সামনের জানলা দিয়ে গাড়ির ভিতর প্রবেশ করতে। এখন পর্যন্ত ১ লাখ ৫৬ হাজার মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। ভিডিওটিতে বিভিন্ন মন্তব্যও এসেছে, যা পড়ে বোঝা যাচ্ছে এই ভিডিওটি তাদেরও অবাক করেছে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Girl enter car through window doing backflips stunt