New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-70.jpg)
কান ধরে হিড়হিড় করে টানতে টানতে কুমিরে জল থেকে তুললেন তরুণী, জলদানব জানেই না কী তার অপরাধ!
কুমিরকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে এলেন এক তরুণী, এমনই এক ভিডিও মানুষকে অবাক করে দিয়েছে।
কান ধরে হিড়হিড় করে টানতে টানতে কুমিরে জল থেকে তুললেন তরুণী, জলদানব জানেই না কী তার অপরাধ!
জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করা উচিত নয়, এই প্রবাদ বাক্যটি সকলেই শুনেছেন। এই প্রবাদ বাক্যকে একেবারে মিথ্যা প্রমাণ করে জল থেকেই কুমিরকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে এলেন এক তরুণী। এমনই এক ভিডিও মানুষকে অবাক করে দিয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে মেয়েটি দৌড়ে গিয়ে কুমিরে ভরা পুকুরে ঝাঁপ দেয়। তারপর সেখান থেকে একটি কুমির ধরে টানতে টানতে বের করে আনে। তাকে এটা করতে দেখে সেখানে ভিড় জমান মানুষজন।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নেচারএইচডি২২ নামের আইডি থেকে শেয়ার করা হয়েছে, যা এক লাখেরও বেশি বার দেখা হয়েছে, যেখানে ১৬ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইকও করেছেন।