New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-137.jpg)
আজব hairstyle!
এমনই অনন্য হেয়ারস্টাইল দেখে স্তম্ভিত নেটপাড়া।
আজব hairstyle!
আজব hairstyle! সোশ্যাল মিডিয়া জুড়ে দিওয়ালি ট্রেণ্ড অব্যাহত। আপনি আজ অবধি হয়ত নানান আকর্ষনীয় হেয়ারস্টাইল দেখেছেন। তবে আপনি কী কখনও আতশবাজির হেয়ারস্টাইল দেখেছেন? হ্যাঁ এমনই অনন্য হেয়ারস্টাইল দেখে স্তম্ভিত নেটপাড়া।
দিওয়ালি মানেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ। নতুন পোশাকে সকলেই পরিবারের সদস্যদের সঙ্গে মেতে ওঠেন দিওয়ালির খুশিতে। দিওয়ালি শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় দিওয়ালির নানান ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। সম্প্রতি এক তরুণীর হেয়ার স্টাইল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া সেনসেশন। আতশবাজী দিয়ে অভিনব এই হেয়ারস্টাইল দেখে তাজ্জব নেটপাড়ার মানুষজন।
আজকাল সোশ্যাল মিডিয়ায় নতুন এক হেয়ারস্টাইল ভাইরাল। এমন হেয়ারস্টাইল হয়ত জীবনেও কখনও দেখেননি। ভাইরাল ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন এক তরুণী সেজেগুজে চেয়ারে বসে রয়েছেন। তার হেইয়ারস্টাইল আপনাকে তাক লাগাতে বাধ্য। রকেট চকোলেট বোম দিয়ে অনন্য এই হেয়ারস্টাইল রাতের ঘুম কেড়ে নিয়েছে নেটিজেনদের।
When she took “You are a patakha” compliment too seriously 😄😄 pic.twitter.com/kH4ey91oU6
— HasnaZarooriHai🇮🇳 (@HasnaZaruriHai) November 14, 2023
ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটার) তে @HasnaZaruriHai আইডি থেকে শেয়ার করা হয়েছে। লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।