scorecardresearch

কপালে খোদাই বয়ফ্রেন্ডের নাম! প্রেমের বহরে চমকে উঠলো নেটপাড়া

অস্বাভাবিক কাজের ভিডিও ক্লিপ ইন্টারনেটে ভাইরাল হচ্ছে।

Tattoo Viral Video, Frontal Tattoo, Love, Couple, Couple Tattoo, Lover Tattoo, Viral Tattoo Funny Video,

কপালে খোদাই বয়ফ্রেন্ডের নাম! আজব ভিডিও ভাইরাল হতেই লোকের প্রশ্ন, ভালবাসার জন্য কপালে বয় ফ্রেন্ডের নাম খোদাই করা কী বাধ্যতামূলক? আপনি কি কাউকে ভালবাসেন? আচ্ছা ভালবাসার জন্য আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার জন্য কী করতে পারেন? কপালে নিজের প্রিয়জনের নাম খোদাই করতে পারবেন?

আজকালকার দিনে প্রেমিক বা প্রেমিকাকে ইম্প্রেস করতে অনেকেই ভালবাসার মানুষটির নামের ট্যাটু খোদাই করেন বাহুতে অথবা কব্জিতে। কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে নিজের ভালবাসা সকলকে জানাতে এমন এক কায়দা নিয়েছেন এই তরুণী যা দেখে অবাক হয়ে যেতে বাধ্য। কপালে খোদাই করেছেন নিজের বয়ফ্রেন্ডের নাম।

সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে এই ভিডিও। ভাইরাল হওয়া এই ভিডিওটি বেঙ্গালুরুর এক তরুণীর। এক মহিলা তার স্বামীকে ইম্প্রেস করতে একটি অসাধারণ পদক্ষেপ নিয়েছেন, তিনি তার কব্জি বা কাঁধের পরিবর্তে তার স্বামীর নাম তার কপালে ফুটিয়ে তুলেছেন।

অস্বাভাবিক কাজের ভিডিও ক্লিপ ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। ক্লিপটিতে দেখা যাচ্ছে যে একজন মহিলা ট্যাটু পার্লারে বসে তার কপালে তার স্বামীর নাম ‘সতীশ’ খোদাই করছেন। এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিও নিয়ে মানুষের প্রতিক্রিয়াও সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন, বোকামির একটা সীমা থাকে কিন্তু এই মহিলা সব সীমা ছাড়িয়ে গেছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Girl got her boyfriend name written on her forehead