Advertisment

চলন্ত ট্রেনেই ‘সামি সামি’ গানে নজরকাড়া নাচ, দেখুন সেরা ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ২ লাখ ৩৮ হাজারের বেশি লাইক এবং ৫৮ লক্ষের বেশি ভিউ হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Dance in Train, Girl Dancing in Train, Viral Video of Dance, Trending Video of Dance, Amazing Video of Dance, Shocking Video of Dance, latest tending Video of Dance, trending Video of Dance on twitter, trending Video of Dance on facebook, trending Video of Dance on instagram, trending Video of Dance on youtube,

বর্তমানে আট থেকে আশি সকলেই মত্ত ইনস্টা রিলে। বর্তমান পরিস্থিতিতে যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে আরও। ইনস্টা রিল বানিয়েই অনেকে পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। প্রতিদিন প্রতিমুহূর্তে কোন না কোন রিল ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তেমনই একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে নেটিজেনদের একাংশের মধ্যে।

Advertisment

আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না অভিনীত 'পুষ্পা দ্য রাইজ' অন্যতম হিট ছবি। বিশ্বব্যাপী তোলপাড় ফেলার পর এই ছবির গান ছুঁয়ে গিয়েছে তামাম বিশ্ববাসীর। যার মধ্যে রয়েছে শ্রীভল্লী, ওও আন্তাভা এবং সামি সামি-এর মতো জনপ্রিয় গান। 'সামি সামি' গানে 'চলন্ত ট্রেনে' নজরকাড়া নাচ, দেখুন সেরা ভিডিও!

আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের নাচের ভিডিও ভাইরাল হচ্ছে। তার মাঝেই এখনও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে 'পুষ্পা দ্য রাইজ'-এর জনপ্রিয় গান 'সামি সামি'। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে। যা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সাহ কাজল নামের একটি অ্যাকাউন্ট থেকে। চলন্ত ট্রেনের ভিতরে 'সামি-সামি' গানে নাচতে দেখা যায় মেয়েটিকে। যা সোশ্যাল মিডিয়ায় ক্রমশই ভাইরাল হচ্ছে।

ভিডিওতে, কাজলকে চমৎকার স্টাইলে সাহসী নাচ করতে দেখা গিয়েছে। একবার দেখার পর ব্যবহারকারীরা বারবার দেখতে বাধ্য হচ্ছেন। যে কারণে সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। খবর লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ২ লাখ ৩৮ হাজারের বেশি লাইক এবং ৫৮ লক্ষের বেশি ভিউ হয়েছে। কেউ কেউ ওভারঅ্যাক্টিং এবং পাবলিসিটি স্টান্ট বলে অভিহিত করলেও অনেকেই কাজলের নাচ দেখে মুগ্ধ হয়েছেন।

Viral Video Trending News
Advertisment