New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-249.jpg)
কিছু ব্যবহারকারী বলেছেন যে এই ভিডিও দেখে সমাজের একটা বড় অংশের মানুষের এখনও শিক্ষার প্রয়োজন।
বৃষ্টি মাথায় ছাতা, পোষ্যপ্রেমে রাজকন্যার মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় হামেশাই, পোষ্যদের নিয়ে নানান মজার ভিডিও আপলোড হয়। তার মধ্যে কিছু কিছু ভিডিও দর্শকদের মন ছুঁয়ে যায়। তেমনই এক ভিডিও এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বৃষ্টির হাত থেকে সাধের পোষ্যকে বাঁচাতে মাথায় ছাতা ধরে সোশ্যাল মিডিয়ায় সকলের মন জিতে নিলেন এক খুদে রাজকন্যা।
ভাইরাল হওয়া এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে। এই ভিডিওটি টুইটারে @cctvidiots নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে মেয়েটিকে রেইনকোট পরা অবস্থায় দেখা যাচ্ছে। একটানা বৃষ্টিতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সে। এই সময়, মেয়েটি সাধের পোষ্যকে বৃষ্টি থেকে বাঁচাতে তার মাথাতে ছাতা ধরে।
it's never too early to teach your kids how to be kind
(jukin media) pic.twitter.com/x4ww3ThHR1— theworldofdog (@theworldofdog) April 21, 2023
ভিডিওটি বিপুল সংখ্যক ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করেছে। এই খবর লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ১০ লাখের বেশি, মানুষ দেখেছেন। একই সময়ে, ২০ হাজারেরও বেশি ব্যবহারকারী এটি পছন্দ করেছেন। ভিডিওটিতে মন্তব্য করতে গিয়ে সোশ্যাল মিডিয়া ইউজাররা ভিডিওটিকে সেরা ভিডিও বলেও উল্লেখ করেছেন। অন্যদিকে, কিছু ব্যবহারকারী বলেছেন যে এই ভিডিও দেখে সমাজের একটা বড় অংশের মানুষের এখনও শিক্ষার প্রয়োজন।