মজাদার পার্টি কীভাবে দুর্ভোগে পরিণত হয়, তেমনই ঘটনা ঘটল এক যুবতীর সঙ্গে। পার্টি মানেই অতিরিক্ত মদ্যপান। আর এর জেরেই দাঁত খোয়ালেন যুবতী। মিমোসা ড্রিঙ্কস অতিরিক্ত মাত্রায় পান করার ফলে পরিণতি হল বেদনাদায়ক।
বন্ধুদের সঙ্গে পার্টিতে ওই ককটেল বিপুল পরিমাণে পান করায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। হাস্যকর ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বহু মানুষ ভিডিওটি শেয়ারও করেছেন। বিনোদন হিসেবেই দেখেছে গোটা ভিডিওটা।
ওই যুবতীকে প্রথমে বলতে শোনা যায় যে সে কতগুলি ককটেল খেয়েছে। এরপর তাঁর বন্ধুরাও বলতে শুরু করে প্রত্যেকে কটি করে ককটেল খেয়েছে। দেখা যায় মেয়েটিই সর্বোচ্চ অ্যালকোহল পান করেছে।
এরপর মদ্যপ ওই যুবতীকে এক বন্ধুর কাঁধে উঠে ঘুরতেও দেখা যায়। পরে দেখা যায় তাঁর মুখে রক্ত এবং সামনের দাঁত খুইয়েছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন