New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-105.jpg)
হাজার হাজার ভিউয়ের সঙ্গে শ্রেয়ার এই নাচ সোশ্যাল মিডিয়ায় আগুন ধরাচ্ছে।
হাজার হাজার ভিউয়ের সঙ্গে শ্রেয়ার এই নাচ সোশ্যাল মিডিয়ায় আগুন ধরাচ্ছে।
হাজার হাজার ভিউয়ের সঙ্গে শ্রেয়ার এই নাচ সোশ্যাল মিডিয়ায় আগুন ধরাচ্ছে।
লোকাল ট্রেনে নেচে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন এক তরুণী। এবার মাঝ গঙ্গায় নৌকাতেই নাচ ভাইরাল গার্ল শ্রেয়ার।
ডিজিটালাইজেশনের জোয়ারে গা ভাসিয়ে আজকাল প্রায় সকলেরই হাতে রয়েছে স্মার্টফোন। দৈনন্দিন জীবনে এগিয়ে চলার জন্য স্মার্টফোন ছাড়া জীবনটা অচল মনে হয়। প্রযুক্তির দুনিয়াতে বিনোদনের অন্যতম পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আজকাল আট থেকে আশি সকলেরই অবাধ বিচরণ।
ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি সমস্ত অ্যাপ গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন তারকারাও এই সোশ্যাল মিডিয়া বহুল পরিমাণে ব্যবহার করে থাকে। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় স্টার হয়ে উঠতে চেয়ে তরুণ প্রজন্মের একটা বড় অংশই রিলের নেশায় বুঁদ হয়ে থাকেন। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তারা তাদের প্রতিভাকে মুহূর্তেই পৌঁছে দেন লাখো মানুষের কাছে। তবে বিনোদনের পাশাপাশি অর্থ উপর্জনের মাধ্যম হিসাবেও অনেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে থাকেন। ভাইরাল স্মার্ট দিদি থেকে স্মার্ট দাদা সোশ্যাল মিডিয়ায় সকলেই এখন স্টার।
দিন কয়েক আগেই একটি ভিডিও তোলপাড় ফেলে নেটদুনিয়ায়। স্বল্পবসনা এক তরুণীকে ট্রেনে নেচে ঝড় তুলতে দেখে কটাক্ষ করতে ছাড়েন নি নেটিজেনরা। অনেকে আবার তার নাচ জমিয়ে উপভোগ করেছেন। রাতারাতি ভাইরাল হয়ে যান শ্রেয়া রায়। এবার ট্রেন অতীত। ভাইরাল ভিডিওতে শ্রেয়াকে মাঝ গঙ্গায় নৌকায় নাচতে দেখা যায়। ওয়েলকাম ছবির গানে শ্রেয়ার নাচ দেখে নৌকায় বসে থাকা লোকজন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে মনে হয় এমন নাচ সে আগে দেখেনি। হাজার হাজার ভিউয়ের সঙ্গে শ্রেয়ার এই নাচ সোশ্যাল মিডিয়ায় আগুন ধরাচ্ছে।
Plz don’t judge me, but mujhe ye ladki ab achchi lagne lagi hai 🫣🫠 pic.twitter.com/MHcbn2mZmw
— Akassh (@BhoolNaJaana) November 7, 2023