New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-6.jpg)
বেশিরভাগ ব্যবহারকারী বাঘের সঙ্গে এভাবে ফটোশুট করতে দেখে তরুণীর কাণ্ডে অবাক হয়ে গিয়েছেন।
ঘাড়ে চেপে বসে রয়েছে বাঘ বাবাজি। এমনই এক ভিডিও দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি। বন্যপ্রাণীদের নিয়ে নানান মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে এখন যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দেখে শিরদাঁড়া দিয়ে রক্তের ঠাণ্ডা স্রোত বইতে শুরু করবে আপনারও।
ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি @Figensport নামে একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে মাটিতে শুইয়ে রয়েছে। সেই সময় একটি বিশালাকার ভয়ঙ্কর বাঘকেও সেই মেয়েটির উপরে আরামে বসে থাকতে দেখা যায়। মেয়েটিকে আরামে শুইয়ে সেই মুহুর্তের ছবি ফ্রেমবন্দী করায় ব্যস্ত।
It is a woman's charm? pic.twitter.com/HTk2m50tqi
— The Best (@Figensport) May 29, 2023
খবর লেখা পর্যন্ত ৮ লাখ ৫৩ হাজারের বেশি বার দেখা হয়েছে ভিডিওটি এবং লাইক করেছেন ৩ হাজারের বেশি ব্যবহারকারী। ব্যবহারকারীরা ক্রমাগত ভিডিওটিতে মন্তব্য করছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করে বলেছেন মেয়েটিকে সত্যিকারের সাহসী। বেশিরভাগ ব্যবহারকারী বাঘের সঙ্গে এভাবে ফটোশুট করতে দেখে তরুণীর কাণ্ডে অবাক হয়ে গিয়েছেন।