সোশ্যাল মিডিয়ার শিরোনামে আসার কারণে মানুষজনের মধ্যে ভিডিও এবং রিল তৈরির প্রবণতা আগের থেকে বেড়েছে বহুগুণে। প্রতিদিনই নানান আকর্ষণীয় রিল এবং ভিডিও ইউজারদের অবাক করে দেয়। আরও বেশি ভিউ এবং লাইক পাওয়ার জন্য অনেক সময় মানুষজন জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে ‘বিকিনি গার্ল’ শিকারীর সঙ্গে ‘কিলার লুকে’ ভাইরাল হয়েছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ২.৩৩ লক্ষেরও বেশি লাইক পেয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে, এক তরুণীকে বোল্ড পোশাকে চিতাবাঘের সঙ্গে নির্ভয়ে পোজ দিতে দেখা গেছে। তিনি চিতাবাঘটিকে পোষ্যের ন্যায় আদর করছেন। তরুণীর এই সাহসী স্টাইল মানুষজন দারুণ পছন্দ করেছেন। ভিডিওটি অল্প সময়ের মধ্যে ২ লাখের বেশি লাইক পেয়েছে।
জানা গিয়েছে মেয়েটির নাম রিদিমা, তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। তিনি প্রায়শ নানান চটকদার ছবি পোস্ট করে লাইমলাইটে আসেন। গ্ল্যামার গার্লকে ভয়ঙ্কর চিতার সঙ্গে স্বাচ্ছন্দ্যে হাঁটতে দেখে সকলেরই চোখ কপালে।