চলন্ত মেট্রোতেই হেয়ার স্ট্রেটনিং, তরুণীর কাণ্ডে চূড়ান্ত শোরগোল

মাত্র ১৫ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত ২ লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে।

মাত্র ১৫ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত ২ লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
DELHI METRO, WOMAN, STRAIGHTENS, HAIR, STRAIGHTENING, VIRAL, VIDEO, TWITTER, INTERNET, NOT HAPPY, RIDICULOUS"

যত কাণ্ড মেট্রোতেই। এবার মেট্রোতেই হেয়ার স্ট্রেইটনার দিয়ে চুল স্ট্রেইট করতে দেখা গেল তরুণীকে। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে মেট্রোর ভিতরে দাঁড়িয়ে থাকা এক তরুণীকে হেয়ার স্ট্রেইটনারের সাহায্যে হেয়ার স্ট্রেইট করতে দেখা যাচ্ছে।

Advertisment

দিল্লি মেট্রোতে একের পর কাণ্ড সংবাদ শিরোনামে এসেছে। দিল্লি মেট্রোর ভিতরে তোলা একের পর এক অদ্ভুত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কখনও কাউকে মেট্রোতে নাচতে দেখা যায়, আবার কখনও অদ্ভুত পোশাক পরে মেট্রোয় উঠতে দেখা যাচ্ছে মানুষজনকে। সেই সঙ্গে রোমান্টিক স্টাইলে চুমু, থেকে গামলা-বালতি নিয়ে স্নান, কিছুই যেন বাদ যাচ্ছে না। সম্প্রতি, আরেকটি ভিডিও মানুষের হুঁশ উড়িয়ে দিচ্ছে, যাতে মেট্রোর ভিতরে দাঁড়িয়ে থাকা এক তরুণীকে হেয়ার স্ট্রেইটনারের সাহায্যে তার চুল সোজা করতে দেখা যাচ্ছে। ভিডিও দেখে একেবারে তাজ্জব সকলেই।

যদিও, ক্রমাগত এই ধরনের ভিডিওগুলি সামনে আসার পরে, ডিএমআরসি কঠোর পদক্ষেপ নিয়ে নির্দেশিকা জারি করেছে, তবে তা সত্ত্বেও, কিছু লোকজন মেট্রোর ভিতরে তাদের ইচ্ছা অনুযায়ী কাণ্ডকারখানা ঘটিয়ে চলেছেন। ভিডিওতে দেখা যাবে কীভাবে এক তরুণী কোচের চার্জিং পয়েন্টে হেয়ার স্ট্রেইটনার লাগিয়ে চুল সোজা করছে। এই ভিডিওটি দেখে ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করছেন।

Advertisment

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে, যা দেখে মানুষজন একেবারে অবাক। ১৭ জুন শেয়ার করা এই ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, 'দিল্লি মেট্রোর কথা আলাদা'। মাত্র ১৫ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত ২ লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে। যেখানে এক হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। ভিডিও দেখে নানান মন্তব্য করেছেন নেটিজেনরা।

Viral Video