New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-168.jpg)
হুইল চেয়ারে বসেই এসকেলেটরের সাহায্যে নিচে নেমে এলেন তরুণী, রুদ্ধশ্বাস ভিডিও ভাইরাল
এক প্রতিবন্ধী তরুণীকে এমন কাজ করতে দেখে মানুষজন আঁতকে উঠেছেন।
হুইল চেয়ারে বসেই এসকেলেটরের সাহায্যে নিচে নেমে এলেন তরুণী, রুদ্ধশ্বাস ভিডিও ভাইরাল
সঙ্গী হুইল চেয়ার। আর সেই হুইল চেয়ারে বসেই এসকেলেটরের সাহায্যে নিচে নেমে এলেন এক তরুণী। শ্বাসরুদ্ধকর এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে এক প্রতিবন্ধী তরুণীকে এমন কাজ করতে দেখে মানুষজন আঁতকে উঠেছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিও আছে যা দেখার পর অবাক হতেই হয়। হুইল চেয়ারকে সঙ্গী করেই এসকেলেটর থেকে নেমে আসছেন এক তরুণী। এমন ভিডিও দেখে খানিক অবাক হলেও নেটিজেনরা তরুণীর মনের জোরের প্রশংসা করেছেন।
এসকেলেটরে হুইলচেয়ার নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ, তবে এই তরুণীর কাণ্ডকারখানা দেখে একেবারে অবাক মানুষজন। তরুণীর এই ভিডিও খুব দ্রুত ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি মেয়েটি হুইল চেয়ারে বসে আছেন । ভিডিওতে স্পষ্ট দেখা যায় মেয়েটি ধীরে ধীরে এসকেলেটরে হুইল চেয়ার্টিকে সেট করে সেটি সমেত নিজে নীচে নেমে আসেন। এখানেই মেয়েটি অবাক করেছে মানুষকে।
He never gave up, he held on to life pic.twitter.com/DPH6G7rhek
— Enez Özen | Enezator (@Enezator) November 16, 2023
খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন কয়েক লাখ মানুষ। ভিডিওটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে এটি সত্যিই একটি আশ্চর্যজনক ভিডিও। অপর এক ব্যবহারকারী লিখেছেন যে এই মেয়েটি সত্যিই একটি আশ্চর্যজনক স্টান্ট করেছে।