Advertisment

সিংহ-ভাল্লুকের সঙ্গে সেলফি তোলার চেষ্টা! অতর্কিতে ভয়ঙ্কর আক্রমণ, প্রাণ বাঁচানোর আকুতি

সোশ্যাল মিডিয়ায় ৪৭ লক্ষের বেশি ভিউ হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Selfie With Wild Animal, Selfie with lion, Selfie with bear, Viral Video of Selfie, Trending Video of Selfie, Amazing Video of Selfie, Shocking Video of Selfie, latest tending Video of Selfie, trending Video of Selfie on twitter, trending Video of Selfie on facebook, trending Video of Selfie on instagram, trending Video of Selfie on youtube,

সিংহ-ভাল্লুকের সঙ্গে সেলফি তোলার চেষ্টা! অতর্কিতে ভয়ঙ্কর আক্রমণে, চিৎকার করে উঠল তরুণী। হাড়হিম ভিডিও ভাইরাল। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে এক তরুণীকে ভাল্লুক ও সিংহের সঙ্গে সেলফি তুলতে দেখা যাচ্ছে। ভালুক তার থাবা দিয়ে তরুণীর টি-শার্ট ধরে টানতেই আতঙ্কে চিৎকার জুড়ে দেন তরুণী।

Advertisment

আজকাল তরুণদের মধ্যে সেলফির ক্রেজ দ্রুত বাড়ছে। বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে সেলফি তোলা ছাড়াও যুবকদের অনেক সেলিব্রিটির সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে। যেখানে এক তরুণীকে ভয়ঙ্কর হিংস্র প্রাণীদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। সেই সময় অতর্কিতে একটি ভাল্লুক তরুণীর টি-শার্ট টেনে ধরে তাতেই আতঙ্কিত হয়ে পড়েন ওই তরুণী। তিনি চিৎকার জুড়ে দেন আর সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সেলফি তুলতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও কোনমতে প্রাণে রক্ষা পান তিনি। মেয়েটিকে যখন হিংস্র সিংহ ও দৈত্যাকার ভাল্লুকের খাঁচার সামনে সেলফি তুলতে ব্যস্ত থাকেন সেই সময় সেলফি তুলতে গিয়ে ভাল্লুকের খাঁচার খুব কাছে চলে আসে মেয়েটি। এরপরই ভাল্লুকটি মহিলাকে আক্রমণ করে, তার টি-শার্ট টেনে ধরেন।

সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে ভাইরাল ভিডিও পোস্ট করে সবাই এমন কাজ না করার পরামর্শ দিচ্ছেন। এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে hasret_kokulum নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, সেলফি তোলার সময় মেয়েটি ভালুকের খাঁচার খুব কাছে চলে আসে এবং তারপর ভালুকটি লোহার খাঁচা থেকে থেকে হাত বের করে মেয়েটির টি-শার্ট টেনে ধরে থাকতে দেখা যায়।

এই ভিডিওটি, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করছে, ভিডিওটি সংবাদটি লেখার সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ৪৭ লক্ষের বেশি ভিউ হয়েছে। ব্যবহারকারীরা ভবিষ্যতে এমন ভুলের পুনরাবৃত্তি না করার জন্য আবেদন করছেন।

Viral Video
Advertisment