New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_6f84b6.jpg)
এই দৃশ্য দেখেই হাসির রোল নেটদুনিয়ায়।
এই দৃশ্য দেখেই হাসির রোল নেটদুনিয়ায়।
এই দৃশ্য দেখেই হাসির রোল নেটদুনিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজার হাজার ভিডিও আপলোড করা হয়, কিন্তু তার মধ্যে কয়েকটিই হাসায়। কিন্তু এখন এমনই একটি মজার ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে, যা দেখার পর আপনি আপনার হাসি থামাতে পারবেন না।
ভিডিওতে দেখা যায় গ্রামে মহিষের সামনে নাচতে গিয়েই ঘটে যায় চরম বিপত্তি। গুঁতো খেয়ে দূরের পুকুরে ছিটকে পড়ে মেয়েটি। তা দেখে আপনার হাসি থামানো কঠিন। ব্যবহারকারীরা খুব মজার প্রতিক্রিয়া ভিডিওতে পোস্ট করছেন।
এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে একটি মেয়ে মহিষকে বালতি করে খেতে দিতে এসে রিলের নেশায় মহিষের সামনেই নাচ শুরু করেন। কিছু সময় পর যা ঘটল তা কল্পনাও করেনি মেয়েটি। মহিষটি তার নাচ মোটেও পছন্দ হয়নি। তেড়ে গিয়ে মেয়েটিকে এমনভাবে আঘাত করল সেই মহিষটি যে বেচারা মেয়েটি পুকুরে পড়ে গেল এবং আর উঠতেই পারল না। এই দৃশ্য দেখেই হাসির রোল নেটদুনিয়ায়।