Advertisment

Viral Video: লাখ টাকার এয়ার হোস্টেসের চাকরি ছেড়ে সন্ন্যাসের পথে এই তরুণী, কারণ জানলে চমকে যাবেন

Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে এক যুবতীকে বলতে শোনা গিয়েছে কেন তিনি সাধ্বী হতে চান। মেয়েটির ভিডিও দেখার পর মানুষ হাজারো প্রতিক্রিয়াও জানিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটির কপালে তিকল। গলায় রুদ্রাক্ষ মালা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
girl wants to leave her job as an air hostess and become a sadhvi

লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে সাধ্বী হওয়ার ইচ্ছা প্রকাশ । Photograph: (ফাইল ছবি)

Viral Video: মহাকুম্ভ সম্পর্কিত নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।  কখনও আইআইটি ছেড়ে সন্ন্যাসী হওয়া ব্যক্তির ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়, আবার কখনও মহাকুম্ভে মামা বিক্রি করতে আসা বছর ১৬-এর এক কিশোরীর চোখে হারিয়ে যেতে বসেছে নেটদুনিয়ার মানুষজন। এখন এমন একটি ভিডিও সামনে এসেছে যেখানে এক যুবতী লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে সাধ্বী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।  

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে এক যুবতীকে বলতে শোনা গিয়েছে কেন তিনি সাধ্বী হতে চান। মেয়েটির ভিডিও দেখার পর মানুষ হাজারো প্রতিক্রিয়াও জানিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটির কপালে তিকল। গলায় রুদ্রাক্ষ মালা।  

মেয়েটির সাক্ষাৎকার নেওয়া ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেন, 'কেন আপনি লাখ লাখ টাকার বেতনের চাকরি ছেড়ে সাধ্বী হতে চান' এর পর, মেয়েটিকে বলতে শোনা যায়,  হতে পারে আমি লাখ টাকার চাকরি করি। কিন্তু আমি মন থেকে খুশি না। ধর্ম চর্চার মধ্যেই লুকিয়ে আছে সুখের ঠিকানা। টাকা নয়, মনের শান্তি দরকার।

Advertisment

ভিডিওটি X প্ল্যাটফর্মে @divyakumaari নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। খবর লেখার সময় পর্যন্ত, ভিডিওটি ৮ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। 

Trending
Advertisment