খাটো প্রেমিককে কোলে তুলে ভালবাসায় ভরিয়ে দিলেন প্রেমিকা। এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।
Advertisment
সোশ্যাল মিডিয়ার ‘মজার দুনিয়ায়’ কখন কী ভাইরাল হবে তা আগে থেকে বলা যায়না। হাসির নানান মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়ে থাকে। এই মুহূর্তে এমনই একটি মজার ভিডিও সর্বত্র আলোড়ন ফেলেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রেমিককে কোলে তুলে ভালবাসায় ভরিয়ে দিচ্ছে প্রেমিকা। ভিডিও দেখেই হাসির রোল নেটপাড়ায়।
সামনে আসা কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, রান্নাঘরের বাইরে আরামে দাঁড়িয়ে আছেন প্রেমিক। ফ্রেমে সবকিছু তখনও স্বাভাবিক দেখায়। তারপরই বান্ধবী রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। কিন্তু বান্ধবী কাছে এসে দাঁড়াতেই দুজনের উচ্চতার পার্থক্য স্পষ্ট দেখা যায়। এতে প্রেমিককে তার প্রেয়সীর সামনে শিশুর মতো মনে হয়। এর পরে ফ্রেমে যা দেখা যায় তা সত্যিই মজার।
দেখা যায় প্রেমিকাকে কাছে পেলেই প্রেমিক খুব খুশি হয়ে যায়। প্রেমিককে কোলে তুলে নিলেন প্রেমিকা। ফ্রেমে এমন একটি দৃশ্য যে দেখে যে কেউ হাসি থামাতে পারবে না। দেখা যায়, মেয়েটি তার প্রেমিককে কোলে তুলে নিয়েছেন একেবারে শিশুর মতই।
প্রেমিক-প্রেমিকার এই ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে। ভিডিওটি কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার লাইক ও ভিউ সংগ্রহ করেছে। এটি ইনস্টাগ্রামে thejusticmemes নামের হ্যান্ডেলের মাধ্যমে শেয়ার করা হয়েছে। তবে ভিডিওটি কবে এবং কোথা থেকে তা জানা যায়নি।