বাইক চালানো শিখতে গিয়ে ছিটকে উড়ে গিয়ে পড়লেন ‘পাপা কি পরি’। মজার এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মহিলাদের মাঝে মধ্যেই স্কুটি নিয়ে রাস্তায় টাল সামলাতে না পেরে পড়ে যেতে দেখা যায়। সেই সংক্রান্ত অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ভাইরাল হয়।
দিন কয়েক আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক মহিলাকে স্কুটি নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নর্দমায় পড়ে যেতে দেখা যায়। তবে এখন যে ভিডিও ভাইরাল হয়েছে সেটি বেশি মজার। ভিডিওতে দেখা যাচ্ছে দুটি মেয়ে একটি বাইকে বসে রয়েছে। সামনের মেয়েটি ড্রাইভিং শিখছে এবং পিছনের মেয়েটি তাকে গাইড করছে। এমন সময় বাইক চালানো শিখতে গিতে একেবারে পাখির মত উড়ে গিয়ে রাস্তায় পড়ে যেতে দেখা যায়। তবে পিছনে বসা মেয়েটির মাথায় হেলমেট থাকার বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।
সামনে থাকা মেয়েটি কোন মতে নিজেকে সামলে নিয়েছেন। এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘স্টাইলিশবয়’ নামের এক ব্যবহারকারী। মজার এই ভিডিওটিতে ইতিমধ্যেই লক্ষ লক্ষ লাইক ও ভিউ হয়েছে। অজস্র কমেন্টে ভরে উঠেছেন কমেন্ট সেকশন।