রবোটিক ছন্দে তোলপাড় ফেলা নাচ, ভিডিও দেখে চোখকেও বিশ্বাস করতে পারবেন না!

জমকালো নাচে সোশ্যাল মিডিয়ার আসর জমিয়ে দিয়েছেন এই দুই তরুণী।

জমকালো নাচে সোশ্যাল মিডিয়ার আসর জমিয়ে দিয়েছেন এই দুই তরুণী।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video, Girls Dance like Robo, Robotic Dance in India, Robotic Dance, Viral Dance Video, Trending News

জমকালো নাচে সোশ্যাল মিডিয়ার আসর জমিয়ে দিয়েছেন এই দুই তরুণী।

প্রতিদিন অজস্র ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই ভিডিওগুলির দীর্ঘ তালিকায়, মাত্র কয়েকটি ভিডিও উঠে আসে যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। বর্তমানে ইন্টারনেটে এমন এক ধরনের একটি ভিডিও দেখা গেছে। ভিডিওটি দেখার পর সকলের মত আপনি এই দুটি মেয়ের নাচ দেখে পাগল হয়ে যাবেন। ভিডিওতে দেখা এই নাচ দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা।

Advertisment

এমন অনেক নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কেউ মেট্রোতে নাচের ভিডিও করেন আবার কেউ রেলস্টেশনে রিল করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আপনি আজ অবধি এমন অনেক ভিডিও দেখেছেন, তবে বর্তমানে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এমন নাচ আপনি হয়তো কখনও দেখেননি।

ভিডিওতে আপনি দুটি মেয়েকে লাল লেহেঙ্গায় দেখতে পাচ্ছেন। এমন ভাবে দুজনে মেকআপ করেছেন যে এক মুহুর্তের জন্য আপনার তাদের দেখে রোবট মনে হতে বাধ্য। শাহরুখ খানের ছবি 'পরদেস'-এর বিখ্যাত গান 'মেরি মেহবুবা'-তে নাচতে দেখা যায় দুই তরুণীকে। জমকালো নাচে সোশ্যাল মিডিয়ার আসর জমিয়ে দিয়েছেন এই দুই তরুণী।

Advertisment

ইনস্টাগ্রামে পুনমন্দপ্রিয়াঙ্কা নামের একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখেছেন। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন- তোমাদের দুজনের নাচ খুবই দারুন, ঠিক পুতুলের মতো। আরেক ব্যবহারকারী লিখেছেন- অসাধারণ নাচ। আরেক ব্যবহারকারী লিখেছেন- তোমরা দুজনেই বার্বি।

viral