scorecardresearch

ব্যাট হাতে মাঠ শাসন, ‘হেলিকপ্টার শটে’ মুগ্ধ রেলমন্ত্রী, মুহূর্তেই ভাইরাল ভিডিও

তিনি ট্যুইট বার্তায় লিখেছেন “আমার প্রিয় ‘হেলিকপ্টার শট’।

Girl,helicopter shot,Ashwini Vaishnaw,Viral,Twitter,Video"
'হেলিকপ্টার শট'-এ তাজ্জব রেলমন্ত্রী

‘হেলিকপ্টার শট’-এ তাজ্জব রেলমন্ত্রী, ট্যুইটে কিশোরীর প্রশংসা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক কিশোরীর ক্রিকেট অনুশীলনের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে ব্যাট হাতে মাঠ শাসন করতে দেখা যাচ্ছে। কিশোরীর ‘হেলিকপ্টার শটে’ মুগ্ধ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্যুইট করে কিশোরীর ব্যাটিং দক্ষতার প্রশংসা জানিয়েছেন তিনি।

ইন্টারনেটে ভাইরাল হয় ‘মানুষের ব্যতিক্রমী প্রতিভা’। তেমনই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি ভিডিওটি পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি একটি ভিডিও টুইট করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি মেয়ে ক্রিকেট অনুশীলন করছে। তার ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।

তিনি ট্যুইট বার্তায় লিখেছেন “আমার প্রিয় ‘হেলিকপ্টার শট’। আপনার পছন্দ কি?” ভিডিওটি টুইটারে শেয়ার করে রেলমন্ত্রী লিখেছেন। ক্লিপটিতে দেখা যাচ্ছে মেয়েটি ব্যাট হাতে পিচে দাপিয়ে বেড়াচ্ছে। ভিডিওটি শেয়ার করা হয়েছে একদিন আগে। পোস্ট করার পর থেকে, ক্লিপটি প্রায় ৩লক্ষ ভিউ জমা হয়েছে এবং এটির সংখ্যা কেবল বাড়ছে। ১১ হাজার লাইকের পাশাপাশি অজস্র মন্তব্যে ভরে উঠেছে ভিডিওটি। একজন ইউজার লিখেছেন “ওয়াও,”। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “দারুণ,” তৃতীয় একজন মন্তব্য করেছেন “কী আশ্চর্যজনক প্রতিভা..”!

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Girls helicopter shot impresses ashwini vaishnaw