"আর ভালো লাগছে না, ঠাম্মির সঙ্গে দেখা করব, গো করোনা গো" আধো উচ্চারণে মেতেছে সোশাল মিডিয়া

"আর ভালো লাগছে না গো করোনা গো/ স্কুলে যেতে চাই আমি গো করোনা গো/বাড়ি আর থাকব না গো করোনা গো"

"আর ভালো লাগছে না গো করোনা গো/ স্কুলে যেতে চাই আমি গো করোনা গো/বাড়ি আর থাকব না গো করোনা গো"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

খুদের বয়স মাত্র ৩ বছর। তার আর বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। অগত্যা সোশাল মিডিয়ায় গান করে বসল খুদে। তার গানের মূল বিষয় বস্তু হল তার আর করোনা কে ভালো লাগছে না। এবার সে বেরোতে চায়, ঠাম্মির কাছে যেতে চায়। গানের মাধ্যমে সেটাই বোঝানোর চেষ্টা করেছে ছোট্ট মোহর দেবনাথা। সেই ভিডিও অজস্র নেট নাগরিকদের হাতে ভাইরাল।

তার গাওয়া গানটি হল....

Advertisment

আর ভালো লাগছে না গো করোনা গো/ স্কুলে যেতে চাই আমি গো করোনা গো/বাড়ি আর থাকব না গো করোনা গো/মামাবাড়ি যাবো আমি গো করোনা গো/ ঠাম্মির সঙ্গে দেখা করব গো করোনা গো/ শপিং মলে যাবো আমি গো করোনা গো/পাপা খেলানা কিনে দেবে গো করোনা গো/ করোনা গো করোনা গো করোনা গো/

দেখুন সেই ভিডিও

Advertisment

publive-image 1

publive-image 2

ইতিমধ্যে ভিডিওটি ১০ হাজারেরও বেশি শেয়ার হয়েছে নেট নাগরিকদের হাতে।

viral news viral