Advertisment

Viral: আধ্যাত্মিকতার সঙ্গে পথ নিরাপত্তা! দারুণ তুলনা টেনে লাখো মানুষের মন জিতলেন আনন্দ মাহিন্দ্রা

Ananda Mahindra Viral Post: শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাকটিভ। তিনি নানান অনুপ্রেরণামূলক পোস্টের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করেন। এখন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন যাতে একটি সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
god always looking over us anand-mahindra shares pic and powerful message viral on social media

ঈশ্বর আমাদের দেখছেন কিন্তু... আনন্দ মাহিন্দ্রা ট্র্যাফিক সিগন্যালের সামনে দাঁড়ানোর এক স্কুটি আরোহীর ছবির মাধ্যমে মানুষকে বিশেষ বার্তা দিয়েছেন। Photograph: (ফাইল ছবি)

Ananda Mahindra Viral Post:  ঈশ্বর আমাদের দেখছেন কিন্তু... আনন্দ মাহিন্দ্রা ট্র্যাফিক সিগন্যালের সামনে দাঁড়ানোর এক স্কুটি আরোহীর ছবির মাধ্যমে মানুষকে বিশেষ বার্তা দিয়েছেন। X-তে তার পোস্টে, মাহিন্দ্রা তার গাড়ির জানালা থেকে তোলা একটি ছবি শেয়ার করেছেন, যাতে সুন্দর বার্তা রয়েছে। লাখো মানুষ মাহিন্দ্রার এই পোস্টটি পছন্দ করেছেন। 

Advertisment

শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাকটিভ। তিনি নানান অনুপ্রেরণামূলক পোস্টের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করেন। এখন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন যাতে একটি সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিয়েছেন। 

সোশ্যাল মিডিয়ায়  তাঁর পোস্টে, মাহিন্দ্রা গাড়ির জানালা থেকে তোলা একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি  স্কুটারে ট্রাফিক সিগন্যালের ঠিক সামনে অপেক্ষা করছেন। তার পিছনে বসা এক ব্যক্তি  ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশাল এবং সুন্দর চিত্র ধরে রয়েছেন। 

এই ছবির গভীর অর্থ প্রতিফলিত করার জন্য, মাহিন্দ্রা ক্যাপশনে পথ নিরাপত্তা সম্পর্কে একটি সুন্দর বার্তাও দিয়েছেন। তিনি লিখেছেন, “ট্রাফিক সিগন্যালে ঠিক সময়ে এই ছবিটা তুলতে পেরেছি। ঈশ্বর সবসময় আমাদের দেখছেন কিন্তু আমরা কী পথ নিরাপত্তা মেনে চলাচল করছি?

Advertisment

আনন্দ মাহিন্দ্রার পোস্টটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।  আধ্যাত্মিকতার সঙ্গে  নিরাপত্তার এক তুলনা টেনে তিনি  নিদারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন। আনন্দ মাহিন্দ্রার   ইনস্টাগ্রামে ১ কোটি ১০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে, তিনি প্রায়শই এই ধরণের অনুপ্রেরণামূলক পোস্ট শেয়ার করেন। 

Ananda mahidra
Advertisment