New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/durga-1-1.jpg)
প্রস্তুত বাঙালি। রাজ্যজুড়ে সেজেছে বিভিন্ন পুজো মণ্ডপ। পাখনা মেলছে শিল্পীদের কল্পনা। হুজুগে বাঙালির আকর্ষণের কেন্দ্রে চিকিৎসকরূপী করোনাসুর বধকারীনি দেবী দুর্গা।
প্রস্তুত বাঙালি। করোনা আবহেই রাজ্যজুড়ে সেজে উঠেছে বিভিন্ন পুজো মণ্ডপ। পাখনা মেলছে শিল্পীদের কল্পনা। এর মধ্যেই আবার মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে নো-এন্টি জারি করেছে হাইকোর্ট। আইনি লড়াইয়ে বারোয়ারি পুজো কমিটিদের সংগঠন। কিন্তু, এতসবের মধ্যেও হুজুগে বাঙালির আকর্ষণের কেন্দ্রে চিকিৎসকরূপী করোনাসুর বধকারীনি দেবী দুর্গা। নেট দুনিয়ায় আপাতত সুনামি তীব্রতায় ভাইরাল মায়ের এই রুপ।
Maa Durga as doctor.
Asur as corona virus.Innovation is the name of the game during #DurgaPujo pic.twitter.com/luLscwUA55
— Devlina Ganguly (@AarKiBolboBolo) October 19, 2020
করোনাকালে ঈশ্বরের স্থান দেওয়া হয়েছে চিকিৎসকদের। তাই এবার মাকেও তুলে ধরা হয়েছে চিকিৎসকের আদলেই। লাল-পড়া শাড়ির বদলে মায়ের পরনে রয়েছে অ্যাপ্রন। প্রথাগত ত্রিশূলের বদলে দু-হাতে মা বিশালাকার সিরিঞ্জ দিয়ে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে বধ করছেন করোনারূপী মহিষাশুরকে। সিংহের বদলে দেবী দুর্গার সঙ্গে রয়েছে অ্যাম্বুলান্স।
Love it. Corona-mardini. :-) pic.twitter.com/Xni3P6G5Pq
— HindolSengupta (@HindolSengupta) October 19, 2020
শুধু দেবী দুর্গাই নয়, মহামারীকালে মামার বাড়ি আগত তাঁর চার ছেলে-মেয়েও সমানতালে করোনার বিরুদ্ধে যুদ্ধে সামিল। করোনা যোদ্ধা রূপে উপস্থাপন করা হয়েছে গণেশ,লক্ষ্মী, সরস্বতী, কার্তিকে। গণেশ ও লক্ষ্মী যথাক্রমে একজন পুলিশ কর্মী ও নার্স হিসাবে ধরা দিয়েছেন মণ্ডপে। আর সবস্বতী, কার্তিককে দেখা যাচ্ছে স্বাস্থ্যসেবা ও স্যানিটাইজেশন কর্মীর রূপে।
What a beautiful way to show respect to Corona Warriors- Doctors,nurses, policemen,cleaners and ambulance workers. Mahishasur is Corona virus! How creative ❤️
Hope Ma Durga helps us overcome this pandemic and everyone remains safe and healthy ???????? pic.twitter.com/74EaT9Wuat— Dr sarika verma (@Drsarika005) October 19, 2020
এর আগে পরিযায়ী শ্রমিকের বেশে ফুটিয়ে তোলা হয়েছে মায়ের রূপ। যা ইতিমধ্যেই ভাইরাল। এবার সেই তালিকায় সংযোজিত হল করোনারূপী মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা। কিন্তু, বাংলায় কোথায় মায়ের এই রূপ শোভা পাচ্ছে? ফেসবুকে নিত্য পাল নামের এক ব্যক্তি জানিয়েছেন শিলিগুড়িতে দেবীর করোনারূপী মহিষাসুরমর্দিনীর রূপ প্রতিভাত হচ্ছে। মৃৎ শিল্পী হলেন জীতেন পাল। আবার অনেকেই বলেছেন, প্রতিমার এই রূপ আসাম ও ঝাড়খণ্ডের। ফলে তৈরি হয়েছে ধোঁয়াশা।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন