বেআইনি লাইন কাটতে গিয়ে পর্দাফাঁস! ভাইরাল ভিডিও

বাড়িতে বেআইনি ভাবে হুক করা লাইন আর বাইরে বিদ্যুত বিভাগের কর্মকর্তারা, কার্যত দিশাহীন হয়ে পড়েন বাড়ির মালিক।

বাড়িতে বেআইনি ভাবে হুক করা লাইন আর বাইরে বিদ্যুত বিভাগের কর্মকর্তারা, কার্যত দিশাহীন হয়ে পড়েন বাড়ির মালিক।

author-image
IE Bangla Web Desk
New Update
viral, viral videos

ভিডিওতে ধরা পড়ল সেই দৃশ্য

নিজের বাড়িতেই বেআইনি ভাবে নেওয়া বিদ্যুতের তার হামাগুড়ি দিয়ে ছাদে উঠে কাটতে গিয়ে মুখোমুখি বিদ্যুৎ দফতরের আধিকারিকের। ভ্যাবাচ্যাকা খেয়ে যান বাড়ির মালিক। ঘটনাটি উত্তর প্রদেশের মুরাদনগর এলাকার।

Advertisment


বিদ্যুৎ চুরি রুখতে কয়েকদিন ধরেই অভিযান চালাচ্ছিলেন সংশ্লিষ্ট বিভাগের অধিকাকারিকরা। সেরকমই রুটিন অভিযানে আসেন মুরাদনগর এলাকার একটি বাড়িতে। অনেক ডাকাডাকির পর সাড়া না পাওয়ায় লাইন চেক করতে সটাং ছাদে উঠে পড়েন তাদেরই একজন। আর এখানেই ঘটে বিপত্তি।

বাড়িতে বেআইনি ভাবে হুক করা লাইন আর বাইরে বিদ্যুত বিভাগের কর্মকর্তারা, কার্যত দিশাহীন হয়ে পড়েন বাড়ির মালিক। উপায়ান্ত না দেখে হামাগুড়ি দিয়েই ছাদে উঠে বেআইনি ভাবে হুক করা বিদ্যুতের তার কাটতে যান তিনি।

Advertisment

হয়তো গৃহকর্তা স্বপ্নেও ভাবেননি যে বিদ্যুত বিভাগের কর্তারা আগেভাগেই ছাদে উঠে বসে রয়েছেন, যা দেখে গৃহকর্তার চোখ কপালে।
গোটা ঘটনা বিদ্যুৎ দফতরের কর্মী রেকর্ড করেন পরে তা ভাইরাল হয়। ভাইরাল হতেই ভিডিও জুড়ে শুধুই মিমস আর রসিকতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral Viral Video