New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_fd2a12.jpg)
ইনস্টাগ্রামে 'ড্রাই ফ্রুটস জুয়েলারি'র একটি ভিডিও ট্রেন্ড করছে।
এমন সৃষ্টি অবাক করেছে সকলকেই।
ইনস্টাগ্রামে 'ড্রাই ফ্রুটস জুয়েলারি'র একটি ভিডিও ট্রেন্ড করছে।
ইন্টারনেটের দুনিয়া বড়ই বিচিত্র। প্রতিদিন হাজারো ভিডিও'র মাঝে খুব কম ভিডিও মানুষের মন ছুঁয়ে যায়। ভাইরাল 'ড্রাই ফ্রুট জুয়েলারি'ও এখন হয়ে উঠেছে ইন্টারনেট সেনসেশন। বাদাম, কাজু, পেস্তা, এলাচ দিয়ে তৈরি করা হয়েছে 'ড্রাই ফ্রুট জুয়েলারি'। এমন সৃষ্টি অবাক করেছে সকলকেই।
ইনস্টাগ্রাম রিল এখন পর্যন্ত ১১ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। অনেকে আবার এই ভিডিও দেখে প্রতিক্রিয়ায় জানিয়েছেন, "খাবারের অপচয়…… দয়া করে এটা বন্ধ করুন…"। অনেকে আবার এমন প্রতিভার তারিফ করেছেন।
ইনস্টাগ্রামে 'ড্রাই ফ্রুটস জুয়েলারি'র একটি ভিডিও ট্রেন্ড করছে। ভিডিওতে এক মহিলাকে সম্পূর্ণ গহনা পরা অবস্থায় দেখা যাচ্ছে। যার মধ্যে রয়েছে আংটি, চুড়ি, কানের দুল, গলার হার। যার সবগুলিই বাদাম, কাজু এবং পেস্তা ব্যবহার করে তৈরি করা হয়।