New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-98.jpg)
ফুচকা বিক্রেতার আয় শুনেই ভিরমি খেলেন কর্পোরেট কর্মচারীরা!
প্রতিদিনের লাভ কত? এ বিষয়ে ফুচকা বিক্রেতার উত্তরে চোখ কপালে।
ফুচকা বিক্রেতার আয় শুনেই ভিরমি খেলেন কর্পোরেট কর্মচারীরা!
ফুচকা বিক্রেতার আয় শুনেই ভিরমি খেলেন কর্পোরেট কর্মচারীরা! সাধারণভাবে ফুচকা জিভে জল আনা অন্যতম একটি স্ট্রিট ফুড। কিন্তু জানেন কী একজন ফুচকা বিক্রেতা দিনে কত টাকা উপর্জন করতে পারেন? যদি আপনার কোন ধারণা না থাকে তাহলে ভিডিওটি আপনাকে চমকে দেবে।
ভাইরাল ভিডিওতে রাস্তার ধারে এক ফুচকা বিক্রেতাকে একটি স্টলে ফুচকা বিক্রি করতে দেখা যায়। আপনিও নিশ্চয়ই সপ্তাহান্তে একবার বা দুবার ফুচকা খান। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে একজন ফুচকা বিক্রেতা দিনে কত আয় করেন?
ক্লিপটি দেখার পরে, কর্পোরেটে কর্মরতরাও 'হতবম্ভ। ফুচকা বিক্রেতার একদিনের লাভের অঙ্ক শুনে চমকে উঠেছেন সকলেই। ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে ব্যক্তি রাস্তার পাশে ফুচকা বিক্রি করছেন। প্রতিদিনের লাভ কত? এ বিষয়ে ফুচকা বিক্রেতার উত্তরে চোখ কপালে।
বিক্রেতা উল্লেখ করেছেন তিনি প্রতিদিন ২৫০০ টাকা আয় করেন। ৩০ দিনের হিসাবে সেই পরিমাণটা দাঁড়ায় ৭৫ হাজার। টাকার অঙ্ক জানার পর অনেকেই কর্পোরেট চাকরি ছেড়ে ফুচকার স্টল দেবেন বলেও ঠিক করেছেন।
ভিডিওটি 5 ডিসেম্বর ইনস্টাগ্রাম হ্যান্ডেল @vijay_vox_ থেকে পোস্ট করা হয়েছে। খবর লেখা পর্যন্ত এই রিলটি ১৫ লাখ লাইক ও ৩ হাজার কমেন্টসহ ৪ কোটি (৪ কোটি) ভিউ পেয়েছে।