Advertisment

Google Engineer: যোগ্যতা বেশি তাই চাকরি হল না! Google ইঞ্জিনিয়ারের পোস্ট ঘিরে শোরগোল নেটদুনিয়ায়

Google Engineer's Job Rejection: বেশি কোয়ালিফিকেশনের কারণে Google Engineer-কে চাকরির জন্য বাতিল করা হয়েছে। এই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী জানালেন নেটিজেনরা?

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Google Engineer: বেশি পড়াশোনার কারণে চাকরির আবেদন বাতিল Google ইঞ্জিনিয়ারের

Google Engineer: বেশি পড়াশোনার কারণে চাকরির আবেদন বাতিল Google ইঞ্জিনিয়ারের

Google Engineer's Job Rejection: Google Engineer সরকারি হোক বা বেসরকারি, চাকরির ক্ষেত্রে এখন পড়াশোনা বা যোগ্যতা অত্যন্ত জরুরি বিষয়। কিন্তু আপনি কি জানেন, বেশি কোয়ালিফিকেশন কাল হল এক ইঞ্জিনিয়ারের, এবং তাঁর চাকরিও পত্রপাঠ নাকচ হয়ে যায়? সেরকমই ঘটেছে দিল্লি নিবাসী এক তরুণীর সঙ্গে। পেশায় ইঞ্জিনিয়ার ওই তরুণীর নাম অনু শর্মা। Google-এ সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, একটি স্টার্ট-আপ সংস্থা তাঁকে চাকরি দেয়নি শুধুমাত্র বেশি যোগ্যতার কারণে। 

Advertisment

নিজের এক্স প্রোফাইলে একটি পোস্ট শেয়ার করেছেন অনু শর্মা। তাতে তিনি লিখেছেন, আপনি কি জানেন, বেশি শিক্ষিত হওয়ার জন্য আপনাকে রিজেক্ট (প্রত্যাখ্যান) করা হতে পারে? অনু শর্মার পোস্টটি ভাইরাল হয়েছে।

কী লেখা হয়েছে রিজেকশন লেটারে?

রিজেকশন লেটারে বলা হয়েছে, 'আপনার বায়োডেটা রিভিউ করার পর আমাদের মনে হয়েছে আপনার কোয়ালিফিকেশন আমাদের সংস্থার প্রয়োজন নেই। আমাদের অভিজ্ঞতা বলছে, উচ্চযোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অধিকাংশ সময়ে কাজে মন বসে না এবং কিছুদিন পর তাঁরা কাজ ছেড়ে চলে যান।'

অনু শর্মার পোস্টটি ভাইরাল হয়েছে

তরুণীর এই অভিজ্ঞতা নিয়ে পোস্ট এক্স প্ল্যাটফর্মে পোস্ট হওয়ার পর থেকেই তা ভাইরাল। ১ লক্ষেরও বেশি ভিউ হয়েছে পোস্ট করার কিছু সময়ের মধ্যেই। প্রচুর কমেন্টসও হয়েছে।

বহু নেটিজেন তরুণীর সঙ্গে সহমত

কিছু নেটিজেন পোস্টে সহমত পোষণ করে কমেন্ট করেছেন। অনেকে নিজেদের একই অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, 'আমি জানি কেউ মাস্টার্স ডিগ্রি এবং ১০ বছরের অভিজ্ঞতা নিয়ে ইন্টারভিউয়ে এসেছেন। কিন্তু তিনি প্রাথমিক পদের জন্য আবেদন করেছেন এবং বেশি যোগ্যতার কারণে তাঁকে রিজেক্ট করা হয়েছে। পরে তাঁকে সিনিয়র পোস্ট অফার করা হয়েছে।'

আরও পড়ুন মিশছে টয়লেট ক্লিনার, ইউরিয়া! পা দিয়ে মাখা হচ্ছে ফুচকার ময়দা, ভিডিও দেখে আঁতকে উঠবেন

অনেকে সংস্থার নাম জানতে চেয়েছেন

Google ইঞ্জিনিয়ারের পোস্টে কেউ কেউ নিজেদের হতাশা ব্যক্ত করেছেন, Too Good হওয়ার কারণে কীভাবে তাঁদেরও বাতিল করা হয়েছে। অনেকে তো এটাও জিজ্ঞেস করেছেন, কোন সংস্থায় তিনি আবেদন করেছিলেন। কেউ কেউ আবার কিছু সংস্থার নাম লিখে জানতে চান, এখানে আবেদন করেছিলেন কি না।

google viral news Trending News
Advertisment