Advertisment

সরকারি কর্মীকে দিয়ে জুতোর ফিতে বাঁধালেন মন্ত্রী, ছি ছি করল টুইটার

নেটিজেনদের মূল বক্তব্য, "নিজে ঝুঁকে জুতোর ফিতে বাঁধতে পারেন না। কী আর যোগব্যায়াম করবেন উনি?" অনলাইনে সাড়া ফেলে দেওয়া এই ভিডিও দেখে বিজেপির ওই মন্ত্রীর তীব্র সমালোচনা করেন অনেকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
up bjp minister

উত্তর প্রদেশের ক্যাবিনেট মন্ত্রী লক্ষ্মী নারায়ণ আপাতত অনলাইনে ভিলেন। কারণ? একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে সেরাজ্যের শাহজাহানপুরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে এক সরকারি কর্মচারীকে দিয়ে নিজের জুতোর ফিতে বাঁধিয়ে নিচ্ছেন মন্ত্রী। শুক্রবারের ওই অনুষ্ঠানের ভিডিওটিতে ছট কেন্দ্রের ওই মন্ত্রীর আশেপাশে অনেককে দেখা যাচ্ছে, এবং একজন ব্যক্তি, যাঁকে সরকারি কর্মচারী বলে চিহ্নিত করেছে সংবাদ সংস্থা এএনআই, বেঁধে দিচ্ছেন লক্ষ্মী নারায়ণের জুতোর ফিতে। পোস্ট হওয়ার পরই দ্রুত ছড়িয়ে পড়ে ওই ভিডিও, এবং সমালোচনা শুরু হয় মন্ত্রীর।

Advertisment


নেটিজেনদের মূল বক্তব্য, "নিজে ঝুঁকে জুতোর ফিতে বাঁধতে পারেন না। কী আর যোগব্যায়াম করবেন উনি?" অনলাইনে সাড়া ফেলে দেওয়া এই ভিডিও দেখে বিজেপির ওই মন্ত্রীর তীব্র সমালোচনা করেন অনেকেই।

কিন্তু এতেই শেষ নয়। ভিডিও সম্বন্ধে মন্ত্রীর প্রতিক্রিয়া আরও রাগিয়ে দিয়েছে সমালচকদের। আত্মপক্ষ সমর্থন করে তাঁর বক্তব্য, "যদি আমার পরিবারের কোনও ভাই, ভাইপো, বা অন্য কোনও সদস্য আমার জুতোর ফিতে বেঁধে দেয়, তাহলে এদেশের ঐতিহ্যই মানা হচ্ছে, ঠিক যেমন ভরতজি ভগবান রামের বনবাসের সময় তাঁর খড়ম সিংহাসনে রেখে ১৪ বছর রাজত্ব চালিয়েছিলেন। আপনাদের তো তার প্রশংসা করা উচিত।"

Advertisment