Advertisment

Google Map: দিক নির্দেশে বিরাট ভুল, খালে পড়ল আস্ত গাড়ি

Google Map: মঙ্গলবার সকালে বিকট শব্দে গ্রামবাসীরা বেরিয়ে এসে দেখেন একটি সাদা রঙের গাড়ি খালে পড়ে আছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে গাড়িটিতে টেনে তোলে।

author-image
IE Bangla Web Desk
New Update
GPS Gone Wrong Again

গুগল ম্যাপে ভুল শর্টকাট, বেরেলিতে খালে আস্ত গাড়ি

Google Map:  গুগল ম্যাপে ভুল শর্টকাট-এর কারণে বেরেলিতে খালে আস্ত গাড়ি। গাড়িতে মোট তিনজন যাত্রী ছিলেন।

Advertisment

মাত্র কয়েকদিন আগে, গুগল ম্যাপের ভুলের জেরে রামগঙ্গা নদীতে গাড়ি পড়ে তিন জনের মৃত্যুর রেশ এখনও কাটেনি। তার মাঝেই ফের গুগল ম্যাপের কারণে বড়সড় দুর্ঘটনা ঘটল উত্তর প্রদেশের বেরেলিতে। তবে এই দুর্ঘটনায় তিন বন্ধু সামান্য আহত হয়েছেন।  

মঙ্গলবার সকালে বিকট শব্দে গ্রামবাসীরা বেরিয়ে এসে দেখেন একটি সাদা রঙের গাড়ি খালে পড়ে আছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে গাড়িটিতে টেনে তোলে। তিন যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে বর্তমানে তিনজনের অবস্থাই  স্থিতিশীল। 

বেরেলি ইজ্জত নগর থানা এলাকার পিলিভিট রোডে এই দুর্ঘটনা ঘটে। বলা হচ্ছে, গুগল ম্যাপের নির্দেশনা অনুযায়ী একটি গাড়ি কালাপুরের কাছে একটি খালে পড়ে যায়। তিন যুবক কানপুর থেকে পিলিভীতে যাচ্ছিলেন। শর্টকার্ট খুঁজতে গুগল ম্যাপের সাহায্য নিয়েছিলেন তারা।  কিন্তু পিলিভিট বাইপাসের খালের ধারে এই দুর্ঘটনাটি ঘটেছে। সকাল ৬টায় দুর্ঘটনাটি ঘটে।  ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেন দিয়ে গাড়িটিকে টেনে উপরে তোলে। 

Advertisment

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন খালে জল না থাকায় এড়ানো গিয়েছে বড়সড় বিপদ।  উল্লেখ্য গত ২৪ নভেম্বরও একই ধরনের ঘটনা ঘটে
গুগল ম্যাপে ভুল পথ নির্দেশের কারণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিন বন্ধু দুর্ঘটনার শিকার হন। ঘটনার জেরে মৃত্যু হয় তিনজনেরই।  

viral
Advertisment