Dance Viral: মাথায় খালি বোতল, চোখে-মুখে অনাবিল আনন্দ, অফুরন্ত উদ্যমশক্তিতে জমকালো নাচ বৃদ্ধার

অফুরন্ত উদ্যমশক্তি জমকালো নিদর্শন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বৃদ্ধার এই নাচ দেখে চমকে গেলেন নেটিজেনরাও।

অফুরন্ত উদ্যমশক্তি জমকালো নিদর্শন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বৃদ্ধার এই নাচ দেখে চমকে গেলেন নেটিজেনরাও।

author-image
IE Bangla Web Desk
New Update
grand mother dance

নাচ দেখে চমকে গেলেন নেটিজেনরাও

'জামাল কুদু' নাচে তোলপাড় ফেললেন বৃদ্ধা। বয়স তো কেবল একটা সংখ্যা মাত্র! সেকথা যেন আবারও মনে করিয়ে দিলেন ৮০ বছরের এই বৃদ্ধা। অফুরন্ত উদ্যমশক্তি জমকালো নিদর্শন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বৃদ্ধার এই নাচ দেখে চমকে গেলেন নেটিজেনরাও।

Advertisment

প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়। এর মধ্যে কিছু ভিডিও এমনই যা মানুষের মন জয় করে। নাচের কিছু কিছু ভিডিও মানুষকে দারুণ আনন্দ দেয়। তেমনই এক ভিডিও সম্প্রতি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা বলিউডের গানে নাচছেন। ভিডিওতে দেখা যাচ্ছে মাথায় খালি বোতলকে দারুণ ব্যালেন্সকে রেখে খুব আনন্দের সঙ্গে নাচছেন তিনি। চোখে- মুখে ধরা পড়েছে এক অনাবিল আনন্দ।

Advertisment

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করেছেন @desimojito নামের একজন ব্যবহারকারী। ভিডিওটি দেখার পর মানুষ নানা ধরনের মন্তব্য করছেন। একজন লিখেছেন- অসাধারণ। একজন লিখেছেন – আমি ভেবেছিলাম শুধুমাত্র তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় আসক্ত। কিন্তু আমি ভুল ছিলাম। ভিডিওটি লেখার সময় পর্যন্ত লক্ষাধিক ভিউ এবং হাজার হাজার লাইক পেয়েছে।

viral