New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-84.jpg)
৯০ বছর বয়সী দিদার কাছে এমন এক চমক স্বপ্নের চাইতে কোন অংশে কম ছিল না।
দিদার ৯০তম জন্মদিনে সেরা সারপ্রাইজ নাতির, গোটা পরিবার একসঙ্গে সেলিব্রেট করল সেই জন্মদিন। জীবনের সেরা পাওনা মন্তব্য দিদার, প্রাণভরে সকলকে আর্শীবাদ, খুশিতে চোখের কোনায় জল পরিবারের সদস্যদের। এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে আবেগে ভেসে গিয়েছে নেটপাড়ার মানুষজন।
জন্মদিনে দিদার জন্য একটি দুর্দান্ত সারপ্রাইজের পরিকল্পনা করে নাতি। প্ল্যান মাফিক পরিবারের সকলেই দূর-দূরান্ত থেকে বার্থডে সেলিব্রেট করতে জড়ো হন। পরিবারের সবাইকে কাছে পেয়ে খুশি ভিজে ওঠে দিদার চোখ।
ভাইরাল সারপ্রাইজ ভিডিওটি এখন পর্যন্ত কয়েক কোটি মানুষ দেখেছেন। ৯০ বছর বয়সী দিদার কাছে এমন এক চমক স্বপ্নের চাইতে কোন অংশে কম ছিল না। এই ভিডিওটিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আবেগাপ্লুত করে তুলেছে। এই ভিডিওটি দেখার পর আপনিও আবেগপ্রবণ হয়ে পড়বেন।
3 years back it was my Paati’s 90th B’day.The entire family from India & around the world decided to land up & surprise Paati. I tricked Paati to come to the location in the guise of wanting to shoot a short film in which she was going to be the lead. My best film yet ❤️❤️ pic.twitter.com/bbP9Qxf0fw
— Arvind (@absolutarvind) February 2, 2023
ভাইরাল ভিডিও পোস্ট করার সময়, ক্যাপশন দেওয়া হয়েছে যে, “তিন বছর আগে এটি ছিল আমার দিদার ৯০ তম জন্মদিন। দিদার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার আমার সেরা সিদ্ধান্ত। রেকর্ড করা সেই মুহূর্ত এখন পর্যন্ত আমার সেরা ক্লিক”।