চলন্ত মালগাড়ির মাথায় দাঁড়িয়ে বেপোরোয়া স্টান্ট! হিরো হতে গিয়ে বিরাট বিপাকে দুই যুবক। ভিডিও ভাইরাল হতেই তদন্ত শুরু করেছে পুলিশ।
রিল তৈরির নেশায় মানুষজন এতটাই মগ্ন যে মানুষ নিজের জীব্নকেও বিপদের মুখে ফেলতে দ্বিতীয়বার ভাবেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে, মালগাড়ির ওপরে দাঁড়িয়ে বাহুবলী স্টাইলে স্টান্ট করছেন দুই যুবক। হাই টেনশন লাইনের পরোয়া না করেই যুবকরা প্রাণের স্টান্ট করে চলেছেন।
সোশ্যাল মিডিয়ায় রাতারাতি সেলিব্রিটি হওয়ার জন্য এবং ভিডিওগুলিতে লাইক এবং ফলোয়ার বাড়াতে, প্রতিনিয়ত বিভিন্ন কৌশল অবলম্বন করেন রিল মেকাররা। এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে গ্রেটার নয়ডায়। ভিডিওটি জারচা থানা এলাকার এনটিপিসি প্ল্যান্টের কাছের বলেই জানা গিয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি মালগাড়ি একটি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। দুই যুবক ট্রেনের বগিগুলোর ওপরে দাঁড়িয়ে রিল তৈরি করছে এবং মাথার ওপর দিয়ে গিয়েছে হাই টেনশন লাইনও। সেই সবের পরোয়া না করেই রিল বানিয়ে চলেছেন তারা দুজন। জীবনের ঝুঁকি নিয়ে স্টান্ট বানিয়ে রেলপুলিশের নজরে দুই যুবক।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে। ডিসিপি শাদ মিয়া খান বলেছেন যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে,সেটি এনটিপিসি প্ল্যান্টের কাছেই তোলা হয়েছে। ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে। যুবকদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে যথাযথ ধারায় ব্যবস্থা নেওয়া হবে।