scorecardresearch

পা ছুঁয়ে নববধূকে ষষ্ঠাঙ্গে প্রণাম বরের, আবেগে চোখ জল কনের, video viral

স্ত্রী’কে সকলের সামনে এমন অনন্য সম্মান প্রদর্শন করে সকলের মন জিতে নেয় বর।

varmala video gone viral on social media, groom touched feet of bride, wedding rituals, wedding traditions, Odd News, Viral On Social Media, viral On Internet

যে কোন দম্পতির জন্য, তাদের বিয়ের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। বিয়ে নিয়ে থাকে হাজারো প্ল্যানিং। বিয়ের নানান মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং তা মানুষজনকে যথেষ্ঠ মজা ও আনন্দ দান করে। আজকাল বর-কনে বিয়ের আগেই নিজেদের ভবিষ্যত নিয়ে নানান প্ল্যানিং করে থাকেন। বিয়ের নিয়ে অতীতের ধ্যান ধারণা পাল্টেছে। এখন স্বামী-স্ত্রী দুজনেই সম্পর্ককে সমান গুরুত্ব দেয়।

স্বামী-স্ত্রী আজকাল শুধু লেখাপড়া আর চাকরি-বাকরিতেই একে অপরের সঙ্গে যে প্রতিযোগিতা করে তা নয়, একই সঙ্গে রান্না বান্না, ঘরের কাজেও চলে এই প্রতিযোগিতা। সম্প্রতি বিয়ের এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যায় ভাত-কাপড়ের অনুষ্ঠানে বরের পা ছুঁয়ে প্রণাম করার সঙ্গে সঙ্গে বরও নিজের স্ত্রী’র পা ছুঁয়ে সবার সামনেই তাকে প্রণাম করে। স্ত্রী’কে সকলের সামনে এমন অনন্য সম্মান প্রদর্শন করে সকলের মন জিতে নেয় বর।  

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বর-কনে ভাত-কাপড়ের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে আছেন। প্রথমে কনে বরকে মালা পরিয়ে দেয় তারপর বর খুব আলতো করে তার কনের গলায় মালা পরিয়ে দেয়। এর পরে, একটি আচারের অংশ হিসাবে, মেয়েটি তার বরের পা স্পর্শ করার জন্য উঠে যায়, তার পরেই বর নিজেই নত হয় এবং কনের পায়ে নিজের মাথা ছোঁয়ায়। সেখানে উপস্থিত লোকজন এই ঘটনা দেখে নিজেদের আবেগ ধরে রাখতে পারে না। মেয়েটির চোখ থেকে জল বেরিয়ে আসে।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Groom touched feet of bride