New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-158.jpg)
বরের এমন গ্র্যাণ্ড এন্ট্রি দেখে চমকে উঠল নেটপাড়া, খেলনা ঘোড়ায় চেপেই দিলেন বিরাট চমক
খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ২ লাখ ১৪ হাজার মানুষ।
বরের এমন গ্র্যাণ্ড এন্ট্রি দেখে চমকে উঠল নেটপাড়া, খেলনা ঘোড়ায় চেপেই দিলেন বিরাট চমক
বিয়ের অনুষ্ঠানের যাবতীয় খুঁটিনাটি যাতে একেবারে নিখুঁত হয় তাতে কোন খামতি রাখেন না দম্পতিরা। বিয়ের দিন ভাইরাল হওয়া এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। যাতে বরকে বিয়ের আসরে খেলনা ঘোড়ায় চেপে প্রবেশ করতে দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে বর তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে খেলনা ঘোড়ায় চেপে বিয়ের আসরে প্রবেশ করছেন। বরের এই গ্র্যাণ্ড এন্ট্রি দেখে রীতিমত অবাক নেটিজেনরা।
আজকের এই ভিডিওর চেয়ে মজার অন্য কোন ভিডিও আপনি কমই দেখেছেন। ভিডিওতে বরকে তার বন্ধু এবং পরিবারের সঙ্গে বিয়ের আসরে খেলনা ঘোড়ায় চেপে প্রবেশ করতে দেখা যায়। এমন ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়। আসল ঘোড়ার পরিবর্তে, বরকে একটি খেলনা ঘোড়ার ওপর বসে থাকতে দেখা যায় যা চাকার সাহায্যে চলে।
what.now.media নামের একটি পেজ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ২ লাখ ১৪ হাজার মানুষ।