scorecardresearch

৩০ বছরেও একেবারে ফিট, দীর্ঘজীবী কুকুর হিসাবে গড়ল বিশ্বরেকর্ড

ভিডিওটি ১৮ লক্ষের বেশি ভিউ এবং এক লাখ ৬০ হাজারের বেশি লাইক পেয়েছে। সকলেই ববির দীর্ঘজীবন প্রার্থনা করছেন।

Guinness World Records, Guinness World Record holder Dog, Viral Video of Dog, Trending Video of Dog, Amazing Video of Dog, Shocking Video of Dog, latest tending Video of Dog, trending Video of Dog on twitter, trending Video of Dog on facebook, trending Video of Dog on instagram, trending Video of Dog on youtube,

সবচেয়ে দীর্ঘজীবী কুকুরের খেতাব পেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে ‘ববি’। ৩০ বছর বয়সেও একেবারে সুস্থ সবল তরতাজা সে। আর এবার ববি জিতে নিল দীর্ঘজীবী কুকুরের খেতাব সেই সঙ্গে নাম তুলল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।

সাধারণভাবে সারমেয়দের গড় আয়ু ১২-১৫ বছর। এমন পরিস্থিতিতে ৩০ বছর বয়সেও একেবারে সুস্থ সবল তরতাজা পর্তুগালের ববি। সবচেয়ে বেশি বয়সি কুকুরের তকমা জিতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম তুলেছে।এই খবর ভাইরাল হতেই ব্যবহারকারীরাও নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না। জানা গিয়েছে কুকুরটির নাম ববি। আশ্চর্যের বিষয়, ববির বয়স ৩০ বছরের বেশি।  

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, ববি ২০২৩ সালের ১লা ফেব্রুয়ারিতে ৩০ বছর ২৬৬ দিন বয়স পূর্ণ করেছে। ববি এখনও সম্পূর্ণ সুস্থ। ববির একটি ভিডিও সামনে এনেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। যেখানে ববিকে হাঁটতে দেখা যায়। ববির এই ভিডিও রাতারাতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। খবর লেখা পর্যন্ত ববির ভিডিওটি ১৮ লক্ষের বেশি ভিউ এবং এক লাখ ৬০ হাজারের বেশি লাইক পেয়েছে। সকলেই ববির দীর্ঘজীবন প্রার্থনা করছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Guinness book of world records name of 30 year old dog bobby