কিছু মানুষের দক্ষতা চমকে ওঠার মতই। মাথায় ৩১৯টি কাঁচের গ্লাস রেখে সাবলীল নাচে বিশ্বজয় ব্যক্তির। প্রতিভার তারিফ করলেন নেটিজেনরা। আর এই আজব প্রতিভার জেরেই এই ব্যক্তির নাম উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও চমকে দেওয়ার মতই।
Advertisment
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তোলার জন্য কসরতের কোন বাকি রাখেন না মানুষজন। আজকের এই পর্বে এক ব্যক্তি তার অদ্ভুদ দক্ষতায় নিজের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তুলেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রামে এক ব্যক্তির একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যাতে ওই ব্যক্তিকে তাঁর মাথায় ৩১৯টি কাচের গ্লাসকে ভারসাম্য বজায় রেখে বেশ সাবলীল ভঙ্গিতে নাচতে দেখা যায়।
GWR এর তরফে শেয়ার করা ভিডিওতে, এক ব্যক্তিকে তার মাথায় ৩১৯টি ওয়াইন গ্লাস ভারসাম্য রেখে ধীরে ধীরে নাচতে দেখা যায়। যদিও এই ভিডিওর শেষের গ্লাসগুলি নামাতে গেলে সেগুলি ভেঙে যায়। যদিও ততক্ষণে ওই ব্যক্তি রেকর্ড গড়ে ফেলেছেন। যে ব্যক্তি রেকর্ডটি করেছেন তার নাম অ্যারিস্টটলস ভ্যালিওরিটিস।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (জিডব্লিউআর) অ্যারিস্টোটেলিস ভ্যালিওরিটিসের ভিডিও শেয়ার করেছে এবং লিখেছে, "অ্যারিস্টোটেলিস ভ্যালিওরিটিসের মাথায় ভারসাম্যপূর্ণ ভাবে সর্বোচ্চ ৩১৯টি ওয়াইন গ্লাস রেখেছিলেন।" ভিডিওটি ২০ অক্টোবর শেয়ার করা হয়েছিল। খবর লেখা পর্যন্ত প্রায় ৪ লাখ মানুষ এটি দেখেছেন এবং লাইক করেছেন ২৫ হাজারের বেশি মানুষ।