scorecardresearch

ঢাক-ঢোল আর ডিজে-র তালে জমে উঠল আসর, JCB-তে চেপে বিয়ের মঞ্চে হাজির বর

গোটা এলাকায় এই বিয়ে এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে

Gujarat JCB Marriage,weeding, viral

জেসিবি নিয়ে বিয়ে করতে এলেন বর, ভাইরাল হল বিয়ের ভিডিও, জানালেন কোথা থেকে পেলেন এমন আইডিয়া…! অনন্য বিয়ের সাক্ষী থাকল গুজরাটের নাভসারি। ঘোড়ায় চেপে, দামি করে এমনকী হেলিকপ্টারে চেয়ে বিয়ে করতে আসার সাক্ষী থেকে সোশ্যাল মিডিয়ায়। এবার বরযাত্রীকে সঙ্গে নিয়ে একেবারে জেসিবিতে চেয়ে বিয়ে করতে এলেন বর। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে এই অনন্য বিয়ে। জেসিবিতে চড়ে বর যখন বিয়ের অনুষ্ঠানস্থলে পৌঁছান, তখন এই দৃশ্য দেখে কনের বাড়ির লোকজনও রীতিমত অবাক।  

গুজরাটের নভসারি জেলার একটি বিয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। যেখানে মানুষ সাধারণত বিলাসবহুল গাড়ি বা ঘোড়ায় চেপে বিয়ে করতে আসেন সেখানে এই বিয়েতে  বর এলেন একটি জেসিবিতে। ফুল দিয়ে সাজানো হয়েছে জেসিবি মেশিন। ঢাক-ঢোল আর ডিজে-র তালে নাচতে নাচতে বরযাত্রী পৌঁছায় কনের বাড়িতে।

জেসিবিতে চড়ে বর বিয়ে করতে বেড়িয়েছে তা দেখে অবাক চোখে তাকিয়ে পথচারীরাও। জেসিবি দেখে চোখ কপালে কনে পক্ষের লোকজনেরও।  সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাবের একটি বিয়ের ভিডিও দেখেছিলেন বর বাবাজি, তা দেখার পর নিজের বিয়েতেই এমন অনন্য আইডিয়ার কথা মাথায় আসে তার। এর আগে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসা বরের ভিডিও সামনে আসছে। এখন সোশ্যাল মিডিয়ার শিরোনামে যুক্ত হয়েছে জেসিবিও।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Gujarat based groom arrived weeding venue with jcb wedding video viral