Advertisment

সোনায় মোড়া সবচেয়ে ছোট বিশ্বকাপ, অবাক করা প্রতিভায় তোলপাড়, ওজন জানলে চমকে যাবেন

আহমেদাবাদে বসবাসকারী রউফ শেখ তৃতীয়বারের মত এই ট্রফি তৈরি করে রেকর্ড গড়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
gujarat, ahmedabad, jeweller, ICC Mens World Cup 2023, cricket world cup, world cup trophy, gold trophy, mini world cup gold trophy, trending,",

সোনায় মোড়া সবচেয়ে ছোট বিশ্বকাপ, অবাক করা প্রতিভায় তোলপাড়, ওজন জানলে চমকে যাবেন

ক্রিকেট বিশ্বকাপ উন্মাদনায় ফুটছে তামাম বিশ্ব। এর মাঝেই আহমেদাবাদের এক সোনার দোকান ০.৯০০ গ্রাম ওজনের একটি সোনার বিশ্বকাপ ট্রফি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। বিশ্বকাপ প্রসঙ্গে রউফ শেখ জানান, বিশ্বের সবচেয়ে হালকা সোনার বিশ্বকাপ ট্রফি হিসাবে তার ইচ্ছা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা।

Advertisment

শুরু হয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। আহমেদাবাদের এক স্বর্ণবিপনী সোনায় মোড়া বিশ্বকাপের ট্রফি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। যার ওজন মাত্র ০.৯০০ গ্রাম এবং উচ্চতা প্রায় দেড় সেন্টিমিটার। এত ছোট ট্রফি বানিয়ে নিজের রেকর্ড ভেঙেছেন রউফ শেখ।

আহমেদাবাদে বসবাসকারী রউফ শেখ তৃতীয়বারের মতো এই ট্রফি তৈরি করে রেকর্ড গড়েছেন। এর আগে, রউফ ২০১৪ সালের বিশ্বকাপে ১.২০০ গ্রাম এবং ২০১৯ সালে ১.০০ গ্রাম ট্রফি তৈরি করে রেকর্ড গড়েন। যাইহোক, এখন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জন্য একটি ট্রফি তৈরি করে আগের সকল রেকর্ড ভেঙে চুরমার করে দেন। ০.৯০০ গ্রাম ওজনের ট্রফি তৈরি করে তিনি তার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। তিনি এই বিশ্বকাপ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে উপহার দিতে চান।

Viral Video
Advertisment