সুটকেসের ভিতরে লুকিয়ে প্রেমিকা, ভিডিও দেখেই ভিরমি খাচ্ছেন নেটিজেনরা

অনেকেই মন্তব্য করেছেন প্রেমের পাল্লায় পড়ে আর কত কী’ই না দেখেতে হবে!

অনেকেই মন্তব্য করেছেন প্রেমের পাল্লায় পড়ে আর কত কী’ই না দেখেতে হবে!

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

কথায় বলে প্রেম কোনও বাধা মানে না। আর শেষ বেলার শীত মানেই বাতাসে প্রেমের গন্ধ। ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসও পড়ে গিয়েছে। আজ সরস্বতী পুজো। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পুজো থেকে শুরু করে, এই সময়টিতে মানুষের মন ভালবাসার গন্ধে ম ম করাই দস্তুর। এ বার কাছের মানুষটিকে আরও নিকটে পাওয়ার চেষ্টায় কত দূর যেতে পারেন এক জন, তারই নিদর্শন মিলল নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও’তে। আর এমন ভিডিও ভাইরাল হতেই ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা নেটিজেনদের’! অনেকেই মন্তব্য করেছেন প্রেমের পাল্লায় পড়ে আর কত কী’ই না দেখেতে হবে!

Advertisment

ভিডিও’তে দেখা গেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, প্রেমিকাকে ছাত্রাবাস থেকে লুকিয়ে বার করতে নিয়েছিলেন এক অদ্ভুত পন্থা। রক্ষীদের নজর এড়াতে প্রেমিকাকে স্যুটকেসে ভরে নিয়েছিলেন ওই ছাত্র। কিন্তু শেষ রক্ষা হয়নি। নিরাপত্তারক্ষীরা পরীক্ষা করেন ওই স্যুটকেস। আর সেটা খুলতেই বেরিয়ে আসেন তাঁর বান্ধবী। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই মুহূর্তের ছবিই। যা দেখে কার্যত ভিরমি খাচ্ছেন নেটিজেনরা। অনেকেই নানান মন্তব্য করেছেন ভিডিওতে। কেউ কেউ লিখেছেন, এটি একেবারেই নিছক মজা। আবার অনেকে এটিকে অপসংস্কৃতি বলেও উল্লেখ করেছেন।