মে মাসের গরমে দিল্লির রাস্তায় চাঁই চাঁই বরফ, তাজ্জব গোটা দেশ

অনেকেই মনে করছেন, মে মাসের মাঝামাঝি দিল্লিতে প্রতিবারই শিলাবৃষ্টি হয়ে থাকে। এতে এত আশ্চর্য হওয়ার কিছু নেই।

অনেকেই মনে করছেন, মে মাসের মাঝামাঝি দিল্লিতে প্রতিবারই শিলাবৃষ্টি হয়ে থাকে। এতে এত আশ্চর্য হওয়ার কিছু নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুইজারল্যান্ড কিংবা সিকিম নয়, বরফে ঢাকা রাস্তা এবার দিল্লিতে। তা-ও এই হাঁসফাঁস মে মাসের গরমে। আসলে, ধুলোঝড় আর হালকা ভূমিকম্প প্রত্যক্ষ করার পরে দিল্লীবাসী এবার চাক্ষুস করল শিলাবৃষ্টিকে।

Advertisment

শিলাবৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া আর হাড় কাঁপানো ঠান্ডা। পারদ নামলো বেশ কয়েকধাপ।

আর সেই শিলাবৃষ্টির জেরেই রাস্তায় বরফের স্তর। যা দেখে চক্ষু ছানাবড়া দেশের অন্যপ্রান্তের মানুষের। উত্তর দিল্লির এমন আবহাওয়ায় নেটিজেনরা সোশ্যাল মিডিয়া ভরিয়ে তুললেন আশ্চর্য হওয়ার কথা বলে।

Advertisment

ছবির সঙ্গে দিল্লির ভিডিও আপতত লকডাউনের নেট পাড়ায় ঝড় তুলে দিয়েছে। বিশেষ করে কমলা নগর এলাকার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সবাই সেই ক্লিপ শেয়ার করে লিখছে শিমলা কিম্বা সুইজারল্যান্ডেও বোধহয় এত স্নোফল হয় না।

দিল্লির একাধিক পরিচিত রাস্তায় বরফকুচি সবাইকে মনে করিয়ে দিচ্ছে শীতকালীন দেশে প্রথম স্নো ফলের অভিজ্ঞতাকে। যদিও অনেকেই মনে করছেন, মে মাসের মাঝামাঝি দিল্লিতে প্রতিবারই শিলাবৃষ্টি হয়ে থাকে। এতে এত আশ্চর্য হওয়ার কিছু নেই।

ঘটনা হল স্বাভাবিক বা অস্বাভাবিক- গরম আর লকডাউনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন বরফ পড়ার দৃশ্য দেখলে কার না মন আনচান করে!

Social Media delhi