সন্ত্রাসবাদী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইজরায়েলে অপ্রত্যাশিত সন্ত্রাসবাদী হামলা চালায়। অনেক হামাস জঙ্গি গাজা উপত্যকা থেকে স্থল ও আকাশপথে ইজরায়েলে প্রবেশ করে তান্ডব চালায়। নির্বিচারে গুলি করে খুন করা নিরীহ সাধারণ মানুষদের। হামাস জঙ্গিরা ইজরায়েলে মারাত্মক ফাঁদ ফেলেছিল। এখন আইডিএফ এই সব বিস্ফোরক ও অস্ত্র সংগ্রহের কাজ করছে। যার একটি ভিডিও শেয়ার করেছে ইজরায়েল।
ইজরায়েলের আইডিএফ (ইঞ্জিনিয়ারিং স্পেশাল ফোর্স) এর একটি দল বিস্ফোরক ও অস্ত্র সংগ্রহের জন্য কাজ করছে। ইজরায়েলি কর্মকর্তা বলেছেন, “হামাস জঙ্গিরা ইজরায়েলি বাহিনীর ওপর হামলা চালাতে অনেকে স্থানে ফাঁদ পেতেছিল। সেগুলি খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ”
হামাস জঙ্গিরা সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করে খুন করে। এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। সেগুলি বিস্ফোরক দিয়ে ঢাকা রয়েছে। এই পরিস্থিতিতে মৃতদেহ সরানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আইডিএফের পক্ষে। আইডিএফ টিম বাড়তি সতর্কতার সঙ্গে কাজ করছে।
এই সংক্রান্ত একটি ভিডিওও 'এক্স' অ্যাকাউন্টে শেয়ার করেছে ইজরায়েল সেনাবাহিনী। ভিডিওতে দেখা যাচ্ছে আইডিএফ স্কুল ব্যাগ পরীক্ষা করছে। এই ব্যাগটি মাঠে পাওয়া গিয়েছে। এতে রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রিত বিস্ফোরক বাঁধা ছিল। এই বিস্ফোরকের ওজন প্রায় ৭ কেজি। হাসমের পরিকল্পনা ছিল যে কেই ব্যাগটি তুলে নিলেই তা বিস্ফোরিত হবে।