New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-281.jpg)
খবর লেখা পর্যন্ত এই ক্লিপটি ২ লাখ ৬০ হাজার লাইক এবং ৪১ লাখের বেশি ভিউ হয়েছে।
তাক লাগানো প্রতিভা এবার সোশ্যাল মিডিয়ার দৌলতে বিশ্বের সামনে হাজির। এই ফ্যান চালাতে লাগবে না কোন কারেন্ট। এমনই আবিষ্কার শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে নানান অজানা সুপ্ত প্রতিভা মুহূর্তেই সামনে আসে। আজকের পর্বে এক যুবকের অবিস্মরনীয় কীর্তি ভাইরাল হয়েছে। এমন এক ফ্যান তিনি তৈরি করেছেন যা চালাতে লাগবে না কারেন্ট।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ভিডিওটি @sahbajgorwal নামের হ্যান্ডেলের সাহায্যে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। ক্যাপশনে লেখা হয়েছে- দেশি অবিষ্কার।
এই খবর লেখা পর্যন্ত এই ক্লিপটি 2 লাখ 60 হাজার লাইক এবং 41 লাখের বেশি ভিউ হয়েছে। এছাড়াও, কয়েকশ ব্যবহারকারী ভিডিওটিতে মন্তব্য করেছেন। একজন যেমন লিখেছেন –কারেন্ট চলে গেলেও আর সমস্যা নেই। অন্য ব্যবহারকারীরা লিখেছেন –সেরা কারিগরি দক্ষতা।