New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-53.jpg)
ভিডিওটিতে দুজন প্রতিবন্ধী শ্রমিককে হাড়ভাঙা পরিশ্রম করতে দেখে সকলেই রীতিমত অবাক। ভিডিওটি দেখার তাদের পরিশ্রমকে স্যালুট জানাচ্ছেন সকলেই।
ভিডিওটিতে দুজন প্রতিবন্ধী শ্রমিককে হাড়ভাঙা পরিশ্রম করতে দেখে সকলেই রীতিমত অবাক। ভিডিওটি দেখার তাদের পরিশ্রমকে স্যালুট জানাচ্ছেন সকলেই।
ভিডিওটিতে দুজন প্রতিবন্ধী শ্রমিককে হাড়ভাঙা পরিশ্রম করতে দেখে সকলেই রীতিমত অবাক। ভিডিওটি দেখার তাদের পরিশ্রমকে স্যালুট জানাচ্ছেন সকলেই।
কিছু মানুষ সবকিছু পেয়েও সংসারের ছোটখাটো সমস্যার কারণে তাদের জীবন নিয়ে হতাশ হয়ে পড়েন। আবার এমনও কিছু মানুষ রয়েছেন যারা জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েও বেঁচে থাকার 'ভিন্ন সংজ্ঞা' তুলে ধরে মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠেন। সম্প্রতি, এমনই এক ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন কেউ কেউ। ভিডিওটিতে দুই প্রতিবন্ধী শ্রমিককে কঠোর পরিশ্রম করতে যেতে দেখা যাচ্ছে।
ভিডিওটিতে দুজন প্রতিবন্ধী শ্রমিককে হাড়ভাঙা পরিশ্রম করতে দেখে সকলেই রীতিমত অবাক। ভিডিওটি দেখার তাদের পরিশ্রমকে স্যালুট জানাচ্ছেন সকলেই। ঢালাইয়ের কাজে মাথায় ঝুড়ি ভর্তি পাথর ঢালাই মেশিনে ঢালতে দেখা যাচ্ছে দুই শ্রমিককে।
এই হৃদয়-ছোঁয়া ভিডিওটি @dilsarkaria নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। মাত্র ২৫ সেকেন্ডের এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, 'আমি অবশ্যই প্রতিবন্ধী তবে আমি কষ্ট করে উপার্জন করে খাব।' এখন পর্যন্ত 1 মিলিয়ন মানুষ এই ভিডিওটি দেখেছেন, যখন 17 হাজারের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।
भीख मांगकर खुद को मोहताज नहीं बनाऊंगा, विकलांग जरूर हूं मगर कमाकर खाऊंगा 👌🙏https://t.co/3RlyMtIRFV pic.twitter.com/Qw8cuH3zmy
— Dilpreet kaur (@dilsarkaria) January 7, 2024