New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-8.jpg)
প্রিন্টিং মেশিন'ও ব্যর্থ! সুন্দর হাতের লেখায় মন জয় নেটিজেনদের
হাতের লেখার উপর ভিত্তি করে ব্যক্তিত্বকে বিচার করা হয়
প্রিন্টিং মেশিন'ও ব্যর্থ! সুন্দর হাতের লেখায় মন জয় নেটিজেনদের
হাতের লেখার এক সময়ে গুরুত্ব ছিল অপরিসীম। সুন্দর হাতের লেখার মানুষজন বরাবরই সকলের প্রশংসা কুড়িয়েছেন। এমন অনেক মানুষ রয়েছেন যাদের হাতের লেখার সামনে কম্পিউটারও তুচ্ছ। সম্প্রতি হাতের লেখার একটি সুন্দর ভিডিও সোশ্যাল মিডিয়ায় সকলের মন জয় করেছে। ভাইরাল ভিডিওতে দেখা হাতের লেখার মাধ্যমে সকলের মন জিতে নিয়েছেন এক ব্যক্তি।
হাতের লেখার উপর ভিত্তি করে ব্যক্তিত্বকে বিচার করা হয়। চিত্তাকর্ষক সকলের কাছেই গ্রহণযোগ্য। কিন্তু ডিজিটাল জমানায় ভালো হাতের লেখার গুরুত্ব আগের চেয়ে কমে গেছে। এখন প্রতিটি কাজ কম্পিউটার বা ফোনের মাধ্যমে হয়। কাগজে লেখার দরকার প্রায় হয়না বললেই চলে। কিন্তু এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় হাতের লেখার একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখার পর আপনিও বলবেন হাতের লেখার সামনে 'প্রিন্টিং মেশিন'ও ব্যর্থ হয়েছে।
@ThebestFigen অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে একজনকে কপিতে কিছু লিখতে দেখা যাচ্ছে। তার হাতের লেখা এত সুন্দর যে আপনি সেদিকে তাকাতে বাধ্য হবেন। খবর লেখা পর্যন্ত ভিডিওটি ১৩৮ হাজার ভিউ পেয়েছে এবং এর সঙ্গে লাইকও করেছেন ৩ হাজারের বেশি মানুষ।