New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/diwali-feature.jpg)
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আকাশচুম্বী - নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং। আলোয় মুড়ে ফেলা হয়েছে বিল্ডিংয়ের চূড়া
শুধু দেশেই নয়, সারা বিশ্বে ভারতীয়রা ধুমধাম করে পালন করছে দীপাবলি। আলোর উত্সবে উদযাপনে মেতেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আকাশচুম্বী - নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং। আলোয় মুড়ে ফেলা হয়েছে বিল্ডিংয়ের চূড়া।
এই প্রথম নয় যে, দীপাবলি উদযাপনের জন্য আলোকসজ্জায় ভড়িয়ে দেওয়া হয়েছে এম্পয়ার স্টেট বিল্ডিং। গত বছরও প্রথমবারের মতো এই দীপাবলির উৎসব উপলক্ষে উজ্জ্বল কমলা আলো জ্বালানো হয়েছিল এই বিল্ডিংয়ে।
What better way to celebrate #Diwali—the festival of lights-than with some lights of our own!
Together with @FIANYNJCTorg, we’ll be shining in orange tonight to celebrate. #MyDiwaliESBPhoto
????: brunoboni/IG pic.twitter.com/gX1PE3ugg8— Empire State Building (@EmpireStateBldg) October 26, 2019
Singer & songwriter @ArjunArtist popped by our tower today to ceremoniously turn us orange ahead of tomorrow night’s #Diwali lighting with @FIANYNJCTorg! pic.twitter.com/lbvyhHrY2S
— Empire State Building (@EmpireStateBldg) October 25, 2019
Read the full story in English