New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/taapashe-pannu.jpg)
মায়ের এক গালে বাবার অফিসের স্ট্রেস, অন্য গালে বাড়ির স্ট্রেসের দাগ রয়েছে।
ভালোবাসার দিনে সকলকে চমকে দেওয়া ভিডিও নিয়ে এসেছে তাপসী পান্নু। যা এক দমকায় ভাইরাল সোশাল মিডিয়ায়। ভিডিওর নাম 'Happy Violentine's Day' ।
ভিডিওতে দেখা যাচ্ছে, পরিবারের লোকজন খাবারের কথা বলছে। কিন্তু সে সব কথা বোধগম্য হয়না তাপসীর। সে বলে ওঠে আমি অত ফুডি নই। তখন পরিবারের সদস্যরা তাঁকে বোঝায় খাবার নয় থাপ্পড় খাওয়ার কথা বলা হচ্ছে। তখন তাপসী খুব সহজেই বলে ওঠেন, "ছোট থেকে দেখেছি মাকে থাপ্পড় খেতে। মায়ের এক গালে বাবার অফিসের স্ট্রেস, অন্যগালে বাড়ির স্ট্রেসের দাগ রয়েছে। থাপ্পড় কী, তা আমি জানি"।
Aaj ke din se shuru karte hai, thappad ko pyaar se alag karte hai! #Thappad https://t.co/WJYRRm7VrK
— taapsee pannu (@taapsee) February 14, 2020
সমাজকে চোখে আঙুল দিয়ে বোঝানো জন্য যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা মন কেড়েছে নেট নাগরিকদের।
দেখুন ভিডিও...