'ছোট থেকে দেখেছি মাকে থাপ্পড় মেরে রাগ মেটাত বাবা', ভাইরাল তাপসী পান্নুর ভিডিও

মায়ের এক গালে বাবার অফিসের স্ট্রেস, অন্য গালে বাড়ির স্ট্রেসের দাগ রয়েছে।

মায়ের এক গালে বাবার অফিসের স্ট্রেস, অন্য গালে বাড়ির স্ট্রেসের দাগ রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভালোবাসার দিনে সকলকে চমকে দেওয়া ভিডিও নিয়ে এসেছে তাপসী পান্নু। যা এক দমকায় ভাইরাল সোশাল মিডিয়ায়। ভিডিওর নাম 'Happy Violentine's Day' ।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে, পরিবারের লোকজন খাবারের কথা বলছে। কিন্তু সে সব কথা বোধগম্য হয়না তাপসীর। সে বলে ওঠে আমি অত ফুডি নই। তখন পরিবারের সদস্যরা তাঁকে বোঝায় খাবার নয় থাপ্পড় খাওয়ার কথা বলা হচ্ছে। তখন তাপসী খুব সহজেই বলে ওঠেন, "ছোট থেকে দেখেছি মাকে থাপ্পড় খেতে। মায়ের এক গালে বাবার অফিসের স্ট্রেস, অন্যগালে বাড়ির স্ট্রেসের দাগ রয়েছে। থাপ্পড় কী, তা আমি জানি"।

Advertisment

সমাজকে চোখে আঙুল দিয়ে বোঝানো জন্য যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা মন কেড়েছে নেট নাগরিকদের।

দেখুন ভিডিও...

viral viral news